প্রতারণার কারবার শুরুর আগে আস্থা অর্জনে অন্য ভেক! কী করেছিলেন দেবাঞ্জন?

প্রতারণার কারবার শুরুর আগে আস্থা অর্জনে অন্য ভেক! কী করেছিলেন দেবাঞ্জন?

কলকাতা:  কসবায় ভ্যাকসিন প্রতারণা কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে উঠে আসছে প্রতারক দেবাঞ্জন দেবের নতুন নতুন কীর্তি৷ জানা গিয়েছে, ভ্যাকসিন প্রতারণার কারবার শুরু করার আগে মানুষের আস্থা অর্জন করতে তালতলা এলাকায় মাস্ক, স্যানিটাইজার বিলি করার কাজ শুরু করেছিলেন দে৷ স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার পরিচয়ে ২০২০-র জুন মাস তালতলা ক্লাবে একটা গুদামঘরও ভাড়া নিয়েছিলেন দেবাঞ্জন৷

আরও পড়ুন- Fake Vaccination: লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার দেবাঞ্জনের আরও সহযোগী

এ প্রসঙ্গে ক্লাব কর্তৃপতক্ষ জানায়, গত বছর জুন মাসে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন দেবাঞ্জন এবং ক্লাবের গুদামঘরে মাস্ক, স্যানিটাইজার রাখার প্রস্তাব দেন৷ নিজেকে এনজিও-র কর্ণধার পরিচয় দেওয়ায়, তাঁকে গুদামঘর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল৷ এর জন্য তাঁরা কোনও রকম ভাড়া নেননি৷ বদলে বলা হয়েছিল গোটা এলাকা স্যানিটাইজ করে দিতে হবে৷ সেই সময় পিপিই কিট পরে গোটা এলাকা স্যানিটাইজেশনের কাজ করেছিলেন দেবাঞ্জনের সংস্থার কর্মীরা৷ ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, করোনা পরিস্থিতিতে এই ধরনের কাজে উৎসাহ দিতেই দেবাঞ্জনকে গুদাম ঘর ভাড়া দেওয়া হয়েছিল৷ উল্লেখ্য বিষয় হল, ক্লাব কর্তৃপক্ষের কাছে নিজেকে আইএএস বা পুরসভার কোনও অফিসার বলে পরিচয় দেয়নি৷ কিন্তু ভ্যাকসিন প্রতারণা কাণ্ডে দেবাঞ্জনের কীর্তি ফাঁস হতেই তালতলা থানায় অভিযোগ জানায় ক্লাব কর্তৃপক্ষ৷ 

আরও পড়ুন- Fake Vaccination: কসবাকাণ্ডের তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

ইতিমধ্যে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার সৌমেন নেত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি এবং নির্দেশ দিয়েছেন যাতে ঘটনায় অভিযুক্ত দেবাঞ্জন কোনভাবেই ছাড় না পেয়ে যায়। সেই প্রেক্ষিতেই কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =