ভোট প্রচারে দেবের অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে, কিসের ইঙ্গিত?

ভোট প্রচারে দেবের অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে, কিসের ইঙ্গিত?

কলকাতা:  ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা৷ সমান তালে চলছে তারকা প্রার্থীদের প্রচার৷ কিন্তু একুশের ভোটে এখনও পর্যন্ত সেই ভাবে দেখা যায়নি বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম তারকা তথা তৃণমূল সাংসদ দেবকে৷ তাঁর লোকসভা কেন্দ্র ঘাটালের অর্ন্তর্গত বিধানসভা কেন্দ্রে ভোট হবে দ্বিতীয় দফায়৷ কিন্তু দলীর প্রার্থীর হয়ে এক বারও প্রচারে দেখা গেল না তাঁকে৷ কেন এলেন না দেব? উঠছে প্রশ্ন৷ 

আরও পড়ুন-  রাজ-হিরণ-দেবদূত থেকে সায়ন্তিকা, সপ্তাহান্তে জোর প্রচার তারকা প্রার্থীদের

এর আগেও দেবকে নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল৷ তবে কি দলের সঙ্গে মনোমালিন্যের জেরেই এই দূরত্ব? তা নিয়ে জল্পনা চলছেই৷ ভোটের আগে প্রচারের ঝড় না তুলে কেন অন্তরালে চলে গেলেন তিনি৷ তবে কি তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে তাঁর? দলীয় সূ্ত্রে খবর, এখনও পর্যন্ত ঘাটালে দেবের প্রচারের কোনও পরিকল্পনা নেই৷ কিন্তু কেন নেই, সেই প্রশ্নের উত্তরও কারও জানান নেই৷ স্থানীয় নেতারাও তাঁর সঙ্গে যোগাযোগ করেননি৷ যদিও বিধানসভা ভোটের প্রার্থী বলছেন, তাঁর হয়ে প্রচারে আসবেন দেব৷ দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষা৷ কিন্তু দেব ঘনিষ্ঠরা বলছেন, এমন কোনও পরিকল্পনাই নেই৷ 

তবে যে যাই বলুক, দেবের অনুপস্থিতিতে প্রকাশ্যে দলীয় কোন্দল৷ কান পাতলে শোনা যায়, ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী শঙ্কর দলুইয়ের সঙ্গে দেবের ঠাণ্ডা লড়াই আছে৷ ঘাটাল কলেজ পরিচালনা কমিটি এবং কৃষি উন্নয়ন ব্যাঙ্কের পরিচালনা নিয়ে তাঁদের মধ্যে শুরু হয় স্নায়ুর লড়াই৷ যার জেরেই পিছু হঠেন দেব৷ এর পর থেকে বলতে গেলে ঘাটালের আর কোনও কর্মসূচিতেই দেবকে আর দেখা যায় না৷ 

আরও পড়ুন- মানুষ চাইছে বিজেপি’তে আসুক শিশিরবাবু, শমীকের মন্তব্যে জল্পনা, পাল্টা কটাক্ষ সৌগতর

এর আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জল্পনা উস্কে বলেছিলেন, মোদীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকবেন দেব৷ আর তারপর তৃণমূলের প্রচার থেকে দেবের এই দূরত্ব জল্পনার আগুনে ঘৃতাহুতি দেয়৷ যদিও বিরোধীদের কটাক্ষ, ঘাটলে তৃণমূলের অবস্থা ভালো নয় বুঝেই পিছিয়ে গিয়েছেন দেব৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eight =