মানুষ চাইছে বিজেপি’তে আসুক শিশিরবাবু, শমীকের মন্তব্যে জল্পনা, পাল্টা কটাক্ষ সৌগতর

মানুষ চাইছে বিজেপি’তে আসুক শিশিরবাবু, শমীকের মন্তব্যে জল্পনা, পাল্টা কটাক্ষ সৌগতর

কলকাতা: শান্তিকুঞ্জে শিশির অধিকারীর সঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি৷ বাড়ছে তাঁর বিজেপি যোগের জল্পনা৷ বলা যেতে পারে শিশির অধিকারীকে দলে টানতে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির৷ আজ সরাসরি তাঁর বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন লকটে চট্টোপাধ্যায়৷ এরই মধ্যে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বক্তব্য, আমরা চাই শিশির অধিকারীর মতো মানুষ আমদের দলে আসুক৷  

আরও পড়ুন- ‘বাবা ছেলের পাশে থাকবে, সেটাই তো স্বাভাবিক’! শান্তিকুঞ্জে মধ্যাহ্নভোজে বার্তা লকেটের

এদিন সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, ‘‘শিশির অধিকারী একজন প্রবীণ সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব৷ তৃণমূল কংগ্রেসকে পূর্ব মেদিনীপুরে প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ আমরা চাইব বাংলা পুনর্গঠনের লক্ষ্যে, সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই ধরনের মানুষ বিজেপিতে আসুক৷ মানুষ চাইছে তিনি বিজেপি’র ছাতার তলায় আসুক৷ এখন মা, মাটি মানুষের প্রতীক হয়ে গিয়েছে পদ্মফুল৷’’ অর্থাৎ শিশির অধিকারীকে দলে স্বাগত জানাতে প্রস্তুত গেরুয়া শিবির৷ 

শমীকবাবুর কথায়, শিশিরবাবুর মতো মানুষ দলে এলে খুশি হবে দলের কর্মী সমর্থকরা৷ তাঁর দাবি, শিশিরবাবুকে যোগ্য সম্মান দেয়নি তৃণমূল কংগ্রেস৷ বিজেপি তাঁকে যোগ্য সম্মান দেবে৷ তবে এখনও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি শিশির অধিকারী৷ ২০ মার্চ প্রধানমন্ত্রীর সভায় তাঁকে আমন্ত্রণ জানানো নিয়েও কোনও কথা বলেননি তিনি৷ কিন্তু তাঁকে বিজেপি’র মঞ্চে আনার জন্য তৎপরতা চলছে৷ তিনি প্রধানমন্ত্রীর মঞ্চে উপস্থিত হলে বদলে যাবে রাজনীতির সমীকরণ৷  

আরও পড়ুন-  আকাশছোঁয়া পেট্রোপণ্য, প্রতিবাদে গরুর গাড়ি চড়ে অভিনব প্রচার জাভেদ খানের

এদিকে শিশির অধিকারী প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘‘উনি মেদিনীপুরে দলের হয়ে কোনও কাজই করছেন না৷ ছেলের হয়ে কাজ করছেন৷ এর আগে ছেলের সমর্থনে বিবৃতিও দিয়েছেন৷ এমনকী উনি এটাও বলেছেন, নন্দীগ্রামে মমতার ভালো ফল হবে না৷ শিশিরবাবুকে এই দল বদলের রাজনীতিতে যেতে বারণ করব৷ ওঁর বয়স হয়েছে৷ উনি যেমন চুপচাপ বসে রয়েছেন, তেমন বসে থাকলেই খুশি হব৷’’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =