কলকাতা: সপ্তাহান্তে ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রায় সব কটি রাজনৈতিক দলের প্রার্থীরা৷ জোর কদমে প্রচারের কাজে ঘাম ঝরাচ্ছেন তারকা প্রার্থীরাও৷ একদিকে যাদবপুরের শ্রীকলোনিতে প্রচার চালাচ্ছেল তৃণমূলের প্রার্থী দেবব্রত মজুবদার৷ অন্যদিকে, টালিগঞ্জের রাস্তায় বেরিয়ে পড়েছেন জোট প্রার্থী দেবদূত ঘোষ৷ খড়গপুরে রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং বারাকপুর কেন্দ্রে প্রচারে নেমেছেন রাজ চক্রবর্তী৷ আবার বাঁকুড়ায় প্রচার চালাচ্ছেন সায়ন্তিকা৷ এক কথায় পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছেন তারকারা৷ বিরোধী দলের প্রচারের হাতিয়ার যেখানে বেকারত্ব, মূল্যবৃদ্ধি৷ সেখানে শাসক দলের অস্ত্র উন্নয়ন৷
আরও পড়ুন- মানুষ চাইছে বিজেপি’তে আসুক শিশিরবাবু, শমীকের মন্তব্যে জল্পনা, পাল্টা কটাক্ষ সৌগতর
যাদবপুরে বাম প্রার্থী সুজন চক্রবর্তীর বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূলের দেবব্রত মজুমদার৷ যাবদপুর কেন্দ্রটি রয়েছে বামেদের দখলে৷ এই প্রথমবার ভোটযুদ্ধে প্রার্থী হয়ে লড়বেন দেবব্রত৷ কতটা আশাবাদী তিনি? দেবব্রত মজুমদার নিজের জয় সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত৷ তাঁর কথায় বামেদের কাছ থেকে ফেরত নেব যাদবপুর৷ ১০ বছরে সরকারের উন্নয়ন সমাজের প্রতিটি স্তরের মানুষকে স্পর্শ করেছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কজে সাধারণ মানুষের জীবন আরও সহজ হয়েছে৷ স্বাভাবিক ভাবেই তাঁরা আমাদের সমর্থন করবে৷ এথানকার বিধায়ককে গত পাঁচ বছরে প্রায় দেখাই যায়নি৷ এখানকার মানুষ বলছে, বিধায়ককে টিভিতে বেশি, মাটিতে কম দেখা যায়৷
একই ভাবে নিজের জয়ের বিষয়ে আশাবাদী রাজ চক্রবর্তী৷ বারাকপুর কেন্দ্রে জোড় প্রচার শুরু করেছেন তিনি৷ রাজ বলেন, বারাকপুরে যেদিন প্রথম পা রেখেছিলাম, সেদিনই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল৷ এখানকার মানুষের ভালোবাসা, উন্মাদনা আমাকে এটা বুঝিয়ে দিয়েছে যে, এই আসনটা আমরা জিতছি৷ প্রতিটি ভোটারের বাড়িতে আমরা যাব৷
একইভাবে খরগপুর সদরে প্রচার চালাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়৷ এদিন প্রচারে নেমে হনুমান মন্দিরে পুজোও দেন তিনি৷ তাঁর কথায়, এখানে এসে আশাতীত ভালোবাসা পেয়েছি৷ আমি আপ্লুত৷ এখানে উপ-নির্বাচনে ভোট লুঠ হয়েছে৷ তবে এবার লক্ষাধিক ভোটে ভারতীয় জনতা পার্টিকে জেতাবে মানুষ৷ এই কেন্দ্রে আমার কোনও রিস্ক নেই৷ প্রধানমন্ত্রী যে কর্মযজ্ঞ শুরু করেছেন, তাতে সামিল হতে না পারলে আমরা আরও ৭০ বছর পিছিয়ে যাব৷
আরও পড়ুন- ‘বাবা ছেলের পাশে থাকবে, সেটাই তো স্বাভাবিক’! শান্তিকুঞ্জে মধ্যাহ্নভোজে বার্তা লকেটের
অন্যদিকে, টালিগঞ্জে প্রচারে নেমে পড়েছেন সংযুক্ত মোর্চা প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ৷ বিপরীতে হেভিওয়েট তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস৷ নাম ঘোষণার পর থেকেই ওয়ার্ড ধরে ধরে প্রচার চালাচ্ছেন তিনি৷ তাঁকে ঘিরে রয়েছে বাম সমর্থকদের উন্মাদনা৷ দেবদূত বলেন, এবার প্রচারে বেকারত্বের উপর জোর দেওয়া হয়েছে৷ দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছি আমরা৷ রাজ্যে ভারী শিল্প আনতে আমরা উদ্যোগী৷ ১০ বছর সরকার চলেছে বামফ্রন্টের উপর দোষারোপ করে৷ আমরা দোষারোপের সরকার নয়, শিক্ষিত, স্বল্প শিক্ষিত সকলকে কাজ দিতে চাই৷ তাদের যেন ডিম ভাতের লাইনে দাঁড়াতে না হয়৷