বাংলার পুলিশকে বদনাম করছে দিল্লি, দুর্গা পুজোর উদ্বোধনে এসে দিল্লিকে একহাত মুখ্যমন্ত্রীর

বাংলার পুলিশকে বদনাম করছে দিল্লি, দুর্গা পুজোর উদ্বোধনে এসে দিল্লিকে একহাত মুখ্যমন্ত্রীর

কলকাতা: বডি গার্ড লাইনের দুর্গা পুজো উদ্বোধনে এসে পুলিশকর্মীদের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে একহাত নিলেন দিল্লিকে৷ 

আরও পড়ুন- পুজোর আগে পথশিশুদের শপিং মলে বাজার সেরে পেটপুরে খাওয়ার আয়োজন

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও দিন রাত জেগে পুলিশকর্মীরা কাজ করছে৷ অথচ বাংলার পুলিশকে বদনাম করছে দিল্লিপন্থীরা৷ এটা বরাদাস্ত করা সম্ভব নয়৷ তিনি বলেন, কোভিডের জন্য কাজ করতে গিয়ে অনেক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন৷ আজও কোভিডে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের জন্য কাজ করতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন৷ আমরা অনেক কোভিড যোদ্ধাকে, আমাদের সহকর্মীদের হারিয়েছি৷ এই আনন্দের মুহূর্তে তাঁদের মুখগুলো আমাদের চোখে ভাসছে৷ তবে পুলিশ কর্মীদের কাজ তো করতেই হবে৷ কিন্তু কাজ করার সময় দূরত্ব বিধি মেনে চলুন৷ মাস্ক পড়ুন৷ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন৷ 

আরও পড়ুন- সরকারি টাকায় পুজোর খরচে ‘না’, নতুন করে বাজেট কষছে পুজো উদ্যোক্তারা

এর আগেও ফ্রন্টলাইনার হিসাবে মানুষের কাজের সঙ্গে নিজেদের খেয়াল রাখার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী৷  মাস্ক, সানিটাইজার ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা, শারীরিক দূরত্ব রাখা এবং স্বাস্থ্যবিধি মানতে নিয়মিত বলা হচ্ছে। এদিন আরও একবার মুখ্যমন্ত্রী বলেন, কোভিডে যে সকল পুলিশকর্মীর মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একটি করে চাকরি দেওয়া হচ্ছে৷ তাঁদের পাশে রয়েছে রাজ্য সরকার৷ পুজোর দিনগুলোতে পুলিশের উপর অনেক কিছু নির্ভর করছে৷ তিনি বলেন, আপনারা এত খাটেন, পরিশ্রম করেন, তার পরেও দিল্লি বদনাম করতে ছাড়ে না৷ কেউ যদি মারা যায়, তাহলেও এখানে আন্দোলন হচ্ছে৷ যারা দিন রাত মানুষের জন্য কাজ করে, তাদের বদনাম করে যাওয়া, এটা ঠিক নয়৷ তাঁদের জন্য ভাবব না এটা হতে পারে না৷ ওঁদের এটা মনে রাখা উচিত, অসম্মান করলে অসম্মান ফিরে আসে৷ মুখ্যমন্ত্রী নির্দেশ, ‘‘সবাই শান্তিতে, সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে কাজ করুন৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *