Aajbikel

সরকারি টাকায় পুজোর খরচে ‘না’, নতুন করে বাজেট কষছে পুজো উদ্যোক্তারা

 | 
সরকারি টাকায় পুজোর খরচে ‘না’, নতুন করে বাজেট কষছে পুজো উদ্যোক্তারা

কলকাতা: রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের টাকা খরচ করা যাবে না আলঙ্কারিক অনুষ্ঠানে৷ এই টাকার ৭৫ শতাংশ ব্যয় করতে হবে আগত দর্শনার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজারে৷ বাকি ২৫ শতাংশ ব্যয় করতে হবে পুলিশের সঙ্গে জনসংযোগে৷ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরই বাজেট নিয়ে নতুন করে পরিকল্পনা করতে শুরু করল ছোট ছোট পুজো কমিটিগুলি৷  

আরও পড়ুন- ২৫০ বছরের এই প্রথম, করোনায় বদলে যাচ্ছে উত্তরের জমিদার বাড়ির উমার আরাধনা


শনিবার থেকেই শ্যামবাজারের কাছে রাজবল্লভ পাড়া পল্লী পুজো সমিতির উদ্যোক্তারা নতুন করে হিসাব কষতে শুরু করেছেন৷ তাঁরা জানান, প্রাপ্ত ৫০ হাজার টাকা থেকে ৩২ হাজার ৫০০ টাকা দিয়ে মাস্ক আর স্যানিটাইজার কিনতে হবে৷ ফলে অন্যদিকে বাজেট কাটছাঁট করতে হচ্ছে৷ সমিতির কোষাধ্যক্ষ শ্রীরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের নির্দেশ আসার আগে পর্যন্ত অনুদানের টাকার একটা অংশ পুজোয় ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলাম৷ কিন্তু আমরা হাইকোর্টের আদেশ মেনে চলতে বাধ্য৷ ফলে এই টাকা থেকে এখন মাত্র ১৭ হাজার ৫০০ টাকা খরচ করতে পারব আমরা৷ এখন নতুন করে বাজেট তৈরি করতে হচ্ছে আমাদের৷ যাতে পুজোর প্রতিটি নিয়ম সুষ্ঠভাবে পালন করতে পারি৷’’

আবার টালিগঞ্জের বেঙ্গল বয়েস ট্রেনিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাকেশ মাখিজা বলেন, ‘‘এবার আমরা পুজোর বাজার অর্ধেক করে আড়াই লক্ষ টাকা করেছি৷ এই বছর স্পনসররা কোনও সহযোগিতা করতে পারেনি৷ সরকারের এই অনুদানে আমাদের মতো অনেক ক্লাবই স্বস্তি পেয়েছিল৷ কিন্তু হাইকোর্টের এই নির্দেশের পর নতুন করে ভাবতে হচ্ছে৷ আমরা যাবতীয় নিয়ম মেনেই পুজো করব৷’’ 

আরও পড়ুন- বিধানসভায় ৯০ হাজার ভোটে জিতব! বিজেপিকে খোলা চ্যালেঞ্জ অনুব্রতর


তালতলার হিন্দুস্তান বয়েস স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি তরুণ সাউ আবার মনে করছেন, মাস্ক ও স্যানিটাইজের জন্য তাঁদের বেশি খরচ হবে না৷ কারণ এই বছর খুব বেশি মানুষ ভিড় জমাবেন না তাঁদের মণ্ডপে৷ তবে বড় বড় পুজো কমিটিগুলির বজাটে আগে থেকেই বরাদ্দ ছিল মাস্ক ও স্যানিটাইজারের দাম৷ কাশী বোস লেন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তা সোমেন দত্তর কথায়, ‘‘আমরা ইতিমধ্যেই মাস্ক এবং স্যানিটাইজারের জন্য বরাদ্দ করে রেখেছি৷ আমাদের মণ্ডপে ঢোকার মুখেই থাকবেন ভলেন্টিয়াররা৷ তাঁরা তাপমাত্রা পরীক্ষা করার পর স্যানিটাইজ করেই ভিতরে প্রবেশ করাবে৷ তাঁরা নিজেরা সকলেই পিপিই কিট পড়ে থাকবেন৷’’     

Around The Web

Trending News

You May like