‘নিজেদেরই চরিত্র হনন করেছে!’ জাতপাত মুক্ত দল আর নয় সিপিএম-কংগ্রেস: সুব্রত

‘নিজেদেরই চরিত্র হনন করেছে!’ জাতপাত মুক্ত দল আর নয় সিপিএম-কংগ্রেস: সুব্রত

2e7083a61e6310b51725b73e1f3492dd

কলকাতা: গতকাল ব্রিগেড জনসভাবেশে দেখা গিয়েছিল জোট দলগুলির একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বকে। কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে ছিল আব্বাস সিদ্দিকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আব্বাস সিদ্দিকী মঞ্চে ওঠার পরে কি ঘটনা ঘটেছিল তা এখন সকলেরই জানা। নিজের বক্তৃতা থামাতে বাধ্য হয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার সেই ঘটনার প্রসঙ্গ টেনে কংগ্রেস এবং সিপিএমকে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়। তিনি বললেন, এখন আর জাতপাত মুক্ত দল নয় সিপিএম এবং কংগ্রেস।

আরও পড়ুন: ব্রিগেডে মোদী-ঝড় তুলতে দিলীপের টার্গেট ১৫ লক্ষ জমায়েত! বাতিল শাহের সফর

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সুব্রত মুখোপাধ্যায় উল্লেখ করলেন, তারা সিপিএম বিরোধী, কংগ্রেসের সঙ্গে অবশ্যই নীতিগত বিরোধ রয়েছে, কিন্তু তারা একটা বিষয়ে প্রথম থেকেই বলতেন যে, এই দুটি দল আর যাই হোক জাতপাতের রাজনীতি করে না। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে তার পরে হলফ করে বলা যায়, সিপিএম এবং কংগ্রেস দুটি দল আর জাতপাতহীন দল নয়। গতকাল এই ঘটনা বা দুর্ঘটনা জনসমক্ষে প্রতিষ্ঠা করেছে তারা, এমনই মত সুব্রতর। এই প্রসঙ্গে তিনি দাবি করেছেন, গতকাল জনসমক্ষে ময়দানে দাঁড়িয়ে এই দুটি দল নিজেদের চরিত্র হনন করেছে! জাতপাতের খাতায় আগে শুধু বিজেপির নাম ছিল, এখন সিপিএম এবং কংগ্রেসের নাম ঢুকে গেছে। 

আরও পড়ুন: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! মধ্যবিত্ত হেঁশেলে আগুন লাগাচ্ছে LPG

সুব্রত মুখোপাধ্যায় আরও দাবি করেছেন, গতকালের ঘটনার পর থেকে বিজেপি নিজের মতো আরও দুটি বন্ধু পেয়েছে, তারা হল জাতপাতের রাজনীতি করার কংগ্রেস এবং সিপিএম। এই প্রেক্ষিতে বাংলার মানুষকে এই দলগুলোর থেকে চূড়ান্ত সতর্ক হয়ে থাকতে অনুরোধ জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর আরও সংযোজন, এই দুটি দল নিজেদের রাজনৈতিক ইতিহাসে আজ নিজেরাই উলঙ্গ হয়ে গিয়েছে। রাজা যদি উলঙ্গ হয়ে যাবার পরও নিজেকে দেখতে না পায়, তাহলে কারণ কিছু বলার থাকে না বলে কটাক্ষ করেছেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু এই বক্তব্য এখন সকলেই বলবেন যে, রাজা তোর জামা কাপড় নেই! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *