কোভিড মুক্ত হচ্ছে বাংলা? পরিসংখ্যানে তাই ইঙ্গিত

কোভিড মুক্ত হচ্ছে বাংলা? পরিসংখ্যানে তাই ইঙ্গিত

08cc2ab6ad8b4554a7bb624713024dc5

কলকাতা: বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে বলাই যায়। আজ আরও নেমে গিয়ে এই গ্রাফ ১০-এরও নীচে। আবারও মৃত্যু শূন্য বঙ্গ, এটাই বড় স্বস্তি। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে অনেক বেশি। এখন অবশ্য চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত। তবুও কোভিডকে যে হালকাভাবে নেওয়ার কিছু হয়নি সেটাও স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন- ‘ভারতবাসী আমার পা ধুয়ে জল খেয়েছে’, দাবি নোবেলের

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৯ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৩৫৯ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৫৯২ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৫ হাজার ৬৯৪ জনের। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.১৬ শতাংশে।

অন্যদিকে কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। অর্থাৎ এক লহমায় বোঝা মুশকিল যে কোনটা কোভিডের কাশি আর কোনটা সাধারণ সর্দির। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেও সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। জানান হয়েছে, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক সংক্রমণ কমলেও সুস্থতাও হ্রাস পেয়েছে, বঙ্গের কোভিড চিন্তার

দৈনিক সংক্রমণ কমলেও সুস্থতাও হ্রাস পেয়েছে, বঙ্গের কোভিড চিন্তার

5f6459fb12bb1abb3b59ea4cbb4f3cbd

কলকাতা: সংক্রমণ ওঠা-নামা করতে করতে ৩০০ ছাড়িয়ে চলে গিয়েছিল। মহালয়ার দিনেও বঙ্গের সংক্রমণ স্বস্তি দেয়নি তবে সোমবার দিল। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে তার একটা আশঙ্কা আছে, কারণ পুজোর কেনাকাটা ইতিমধ্যেই চলছে। আর পুজোতেও যে ভিড় হবে তা বলাই বাহুল্য। করোনার পাশাপাশি বঙ্গে ডেঙ্গিও ব্যাপক প্রভাব বাড়িয়েছে শেষ ক’দিনে। যা অন্য চিন্তার বিষয়।

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ রেলপথের অংশ ছিল আজকের বিধাননগর রোড! জানুন অজানা কাহিনী

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৪১ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৩ হাজার ৩৮৭ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২১৬ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৮৮ হাজার ৮৪৩ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৪ হাজার ১০৩ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ৩.৪৪ শতাংশে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ।

করোনার মধ্যেই আতঙ্ক বৃদ্ধি করছে ‘উপসর্গহীন’ ডেঙ্গি! নাইসেডের রিপোর্ট এই নিয়ে চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। ডেঙ্গির প্রাথমিক উপসর্গ দীর্ঘদিন জ্বর এবং রক্তে প্লেটলেট কমে যাওয়া। কিন্তু সম্প্রতি এমন চিত্র ধরা পড়েছে রাজ্যে যে, রোগীদের জ্বর থাকছে না, প্লেটলেটও কমছে না। অথচ অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে রক্তে। অনুমান করা হচ্ছে, ডেঙ্গির জীবাণু রূপ বদলেছে। আর তাকেই চিকিৎসার পরিভাষায় বলা হচ্ছে ‘ডেন থ্রি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *