রাজ্যের সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে চলা মামলা গতি পাচ্ছে না কেন? প্রশ্ন তুললেন বিন্দাল

রাজ্যের সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে চলা মামলা গতি পাচ্ছে না কেন? প্রশ্ন তুললেন বিন্দাল

কলকাতা:  রাজ্যের সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে চলা ফৌজদারি ও আর্থিক দুর্নীতি মামলার শুনানির গতি পাচ্ছে না কেন?  প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা, রাজ্য তদন্তকারি সংস্থা ও কলকাতা পুলিশ এলাকায় রাজ্যের সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে এখনও পর্যন্ত যতগুলি মমলা দায়ের হয়েছে, সেগুলি  দ্রুত আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন- ‘সকলকে খুশি করার রাজনীতি তো করিনি’ ফের জল্পনা উস্কে দিলেন বাবুল

একাধিক অভিযোগ থাকা সত্বেও নিম্ন আদালতে মামলার শুনানি বিলম্ব হচ্ছে কেন? এই বিষয়ে রাজ্য সরকারকে আবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি ৪ অগাষ্ট। তার আগেই বিধাননগর MP-MLA স্পেশাল কোর্টে বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে চলা মামলার নথি জমা দেওয়ার নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- ‘প্যাক’ সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন রাজ্যের

প্রসঙ্গত, রাজ্যের একাধিক সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক দুর্নীতি মামলা রয়েছে৷ কিন্তু দিনের পর দিন সেই মামলার ফাইলে ধুলো জমছে৷ মামলার নিষ্পত্তি হচ্ছে না৷ সেই বিষয় নিয়েই এদিন উষ্মা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ৷ অবলিলম্বে রাজ্যের সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে পড়ে থাকা মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিলেন দুই বিচারপতি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − two =