রাজ্যের ৬১ জন BJP বিধায়কের নিরাপত্তা সরাচ্ছে কেন্দ্র! চিঠি গেল নবান্নে

রাজ্যের ৬১ জন BJP বিধায়কের নিরাপত্তা সরাচ্ছে কেন্দ্র! চিঠি গেল নবান্নে

কলকাতা: বিধানসভা ভোটের পর্ব মিটে গিয়েছে মাস চারেক আগে৷ এরই মধ্যে ভাঙন ধরেছে বঙ্গ বিজেপি’তে৷ মুকুল রায় তৃণমূলে ফিরতেই শুরু হয়েছে একের পর এক নেতার ঘর ওয়াপাসি৷ ৭৭ থেকে কমতে কমতে বিজেপি বিধায়কের সংখ্যা ঠেকেছে ৭১-এর৷ তার মধ্যে ৬১ জন বিধায়কের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা৷ এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর৷ 

আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে চরম অসন্তোষ, তালিকা তলব করল হাইকোর্ট

জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকারকে এই মর্মে একটা চিঠিও পাঠানো হয়েছে৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার থেকে এই সকল বিধায়কের নিরাপত্তার ব্যবস্থা রাজ্যকেও করতে হবে৷ শুধু শুভেন্দু অধিকারীরর মতো জনা ১০ বিজেপি বিধায়ক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাবেন৷ প্রসঙ্গত, ভোটের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বাংলার সমস্ত বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে৷ ভোটের পর শুভেন্দু অধিকারী সহ ৬৬ জন বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পান৷ কিন্তু সম্প্রতি জানানো হয়েছে, পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন৷ এই সকল রাজ্যে আরও বেশি করে নিরাপত্তারক্ষীর প্রয়োজন রয়েছে৷ সে কারণেই বাংলার বিজেপি বিধায়কদের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষা সংসদের মামলায় মোদী-শাহের মতপার্থ্যকের তুলনা টানলেন বিচারপতি

বিধানসভা ভোটের আগে প্রায় ঝাঁকে ঝাঁকে নেতা তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপি’তে৷ তাঁদের বক্তব্য ছিল, দল বদল করায় তাঁদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে৷ সেই মর্মে কেন্দ্রের নিরাপত্তা আদায় করে নেন তাঁরা৷ কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে নিরাপত্তা পাওয়া বহু নেতাই পরাজিত হয়েছেন৷ ভোটের পরেই তাঁদের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়৷ তবে এবার ভোটে জিতে বিধায়ক পদ লাভ করা নেতাদের নিরাপত্তাও সরিয়ে নেওয়া হল৷ তবে তাঁরা নিরাপত্তাহীন হবেন না৷ কারণ কেন্দ্র নিরাপত্তা না দিলে জয়ী বিধায়কদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের উপরেই বর্তায়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *