কলকাতা: আসন্ন উৎসবের মরসুমে কোভিড সংক্রমণ পরিস্থিতি যেন কোনও ভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সতর্ক করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা আজ এই ব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালীকাকে লেখা চিঠিতে সংক্রমণ প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উৎসবের মরসুমে ভিড় এড়াতে রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও চিঠিতে বলা হয়েছে। কোভিড বিধি না মানলে জরিমানা করার পরামর্শ দেওয়া হয়েছে। চিঠিতে টিকাকরণ বাড়ানোর কথাও বলা হয়েছে।
আরও পড়ুন- মা আসছে, কিন্তু বায়না কোথায়? দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা
এর আগে কোভিডের টিকা দেওয়ার পরেও দেশে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন সেই তথ্য সংগ্রহ করতে কেন্দ্রীয় সরকার বাংলা সহ অন্যান্য রাজ্যগুলিকে চিঠি দিয়েছিল। টিকা নেওয়ার পরেও আক্রান্তর তথ্য জোগাড় করার কোন পরিকাঠামো না থাকায় সেই সংখ্যা জানতে রাজ্যগুলিকে চিঠি দেওয়ার পাশাপাশি এই সংক্রান্ত নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে এবং করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে এই সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করতেও বলা হয়েছে। তবে রাজ্যের ভাইরাস সংক্রমণ আটকাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। একাধিক গবেষণা রিপোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী অক্টোবর মাসে সবথেকে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে করোনাভাইরাস তৃতীয় ঢেউ। দেশের চিন্তা তো বেড়েছে, তবে সব থেকে বেশি চিন্তায় বাঙালিরা কারণ সেই মাসেই পশ্চিমবঙ্গে দুর্গাপুজা। তাই অবশ্য ভাবে বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য।
আরও পড়ুন-Breaking: ভোট পরবর্তী হিংসায় রাজ্যে প্রথম গ্রেফতারি CBI-এর
মুখে যদি কারোর মাস্ক না থাকে তাহলে পুজোর বাজারে কেনা-বেচা দুই নিষিদ্ধ! এমন টাই স্পষ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে, যে হকার বা দোকানদার মাস্ক পরবেন না তাদের বিরুদ্ধে অতিমারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যারা মাস্ক পরে কেনাকাটা করতে আসবেন না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ। এর পাশাপাশি আরও জানানো হয়েছে, শহরের সমস্ত সরকারি এবং বেসরকারি বাসে যাতে মাস্ক না পড়লে কাউকে উঠতে না দেওয়া হয় সেই দিকে নজর দিতে হবে কন্ডাক্টরদের। আপাতত এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুরসভার তরফে।