Breaking: ভোট পরবর্তী হিংসায় রাজ্যে প্রথম গ্রেফতারি CBI-এর

Breaking: ভোট পরবর্তী হিংসায় রাজ্যে প্রথম গ্রেফতারি CBI-এর

 

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যে প্রথম গ্রেফতারি৷ শনিবার হৃদয়পুর গ্রামপঞ্চায়েতের বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল সিবিআই৷ ধৃত অসীমা ঘোষ ও বিজয় ঘোষকে চাপড়া থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

আরও পড়ুন- দুয়ারে সরকার নিয়ে বিদ্রুপ! গেরুয়া শিবিরকে তুলোধোনা করলেন ফিরহাদ হাকিম

 
অভিযোগ, ২ মে ভোটের ফল প্রকাশের পর  ১৪ মে  বিজেপি কর্মী সঞ্জিৎ মণ্ডলকে বাড়ি থেকে বের করে মারধর করা হয়৷ সেই সময় তাঁকে বাঁচাতে এগিয়ে যান সৌরভ মণ্ডল ও ধর্ম মণ্ডল। সেই সময় ধর্ম মণ্ডলকেও লাঠি-বাঁশ দিয়ে বেধরক মারধর করে দুষ্কৃতীরা। হাসপাতালে ভর্তি করা হলে ১৬ মে মৃত্যু হয় ধর্ম মণ্ডলের। বিজেপি’র অভিযোগ, তৃণমূলের লোকেরাই খুন করেছে তাঁকে। এই ঘটনায় ১২-১৩ জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ৷ 

ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকেই সোচ্চার বিরোধী শিবির৷ বিধানসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই জেলায় জেলায় হিংসার ঘটনা ঘটেছে৷ একাধিক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ টিম৷ তাঁদের রিপোর্টের ভিত্তিতে সিবিআই-এর হাত তদন্তের ভার দেয় আদালত৷ 

শুক্রবার ধর্ম মণ্ডলের বাড়িতে গিয়েছিল সিবিআই৷ স্পট ভিজিটের পর আজ ফের সেখানে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ এর পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *