কলকাতা: ডেঙ্গি মোকাবিলায় মিলল না বরাদ্দ৷ ডেঙ্গি মোকাবিলায় জাতীয় স্বাস্থ্য মিশন বাজেটে বরাদ্দ নেই বাংলার৷ ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ বন্ধ করল কেন্দ্রীয় সরকার৷ ২০১৮ সাল থেকে রাজ্য সরকার ডেঙ্গি, চিকনগুনিয়া নিয়ে তথ্য দেয়নি, দাবি কেন্দ্রের৷
আরও পড়ুন-ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের সমালোচনা হাইকোর্টের! দেওয়া হল কড়া নির্দেশ
ডেঙ্গি এবং চিকনগুনিয়ার চিকিৎসা ও অন্যান্য খরচের জন্য কেন্দ্রের তরফে বিভিন্ন রাজ্যের জন্য বাজেট বরাদ্দ রয়েছে৷ কিন্তু জাতীয় স্বাস্থ্য মিশনে ২০২১-২২ অর্থবর্ষে পশ্চিমবাংলার জন্য বাজেট বরাদ্দ করা হল না৷ কারণ হিসাবে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে রাজ্যে ডেঙ্গি ও চিকনগুনিয়ায় কতজন আক্রান্ত হয়েছেন, কত জনের মৃত্যু, এ নিয়ে কোনও তথ্য কেন্দ্রকে দেওয়া হয়নি৷ ন্যাশনাল ভেক্টরবন্ড ডিজিস কন্ট্রোল প্রোগ্রামের আওতায় প্রতিটি রাজ্য এই সংক্রান্ত তথ্য কেন্দ্রকে দিয়ে থাকে৷ ২০১৭ সালে ডেঙ্গির প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, এই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রকে দেবে না৷ সেই মতো গত তিন বছর এই সংক্রান্ত কোনও তথ্যই রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি৷ ঠিক সেই কারণেই অর্থ-বরাদ্দ বন্ধ করা হল বলে জানানো হয়েছে৷
আরও পড়ুন- মমতা বনাম শুভেন্দুর আইনি লড়াইয়ের বিচারপতি দিলীপের সভায়! বিস্ফোরক কুণাল
উল্লেখ্য, চিকনগুনিয়ার তথ্য মাঝে এক বছর দেওয়া হলেও তার পর থেকে আর কোনও তথ্য দেওয়া হয়নি বলেই কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে৷ সেই কারণেই এই দুটি অসুখের জন্য কেন্দ্রে প্রতিটি রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করলেও, তা থেকে বাংলাকে ছেঁটে ফেলা হল৷ এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই খাতে ৩ থেকে ৪ কোটি টাকা কেন্দ্র দিয়ে থাকে৷ রাজ্যের খরচ হয় ৩০০ টাকার কাছাকাছি৷ তাই এই টাকা কেন্দ্র না দিলে রাজ্যের কোনও ফারাক পড়বে না৷ রাজ্য নিজের মতো করে বাজেট বরাদ্দ করে নেবে৷ যদিও এই বিষয়ে কড়া চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷