কয়লা পাচারের মূল পাণ্ডা লালার বাড়িতে CBI, হদিশ না পেয়ে ঝোলাল নোটিশ

কয়লা পাচারের মূল পাণ্ডা লালার বাড়িতে CBI, হদিশ না পেয়ে ঝোলাল নোটিশ

পুরুলিয়া: পুরুলিয়ার নিতুরিয়ায় অনুপ মাঝি ওরফে লালার বাড়িতে সিবিআই হানা ৷ কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত লালা দীর্ঘ দিন ধরেই পলাতক৷ শুক্রবার তাঁর বাড়িতে পৌঁছে যান সিবিআই গোয়েন্দারা৷ কিন্তু সেখানে তাঁর খোঁজ না পেয়ে দরজায় নোটিশ ঝুলিয়ে দেয় সিবিআই৷ 

আরও পড়ুন- ‘মমতাকে দেখিয়ে কিছু নেতার সম্পত্তি’, অবৈধ উপার্জন নিয়ে বিস্ফোরক কাকলি

এর আগেও সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়ে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল লালাকে৷ এমনকী তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি হয়েছিল৷ কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত লালালে দীর্ঘ দিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চালানো হচ্ছে৷ সিবিআই-এর তরফে জানানো হয়েছে, দু’বার লালাকে নোটিশ পাঠানো হয়েছে৷ কিন্তু তিনি সিবিআই দফতরে হাজিরা দেননি৷ এর পরই বিভিন্ন বিমানবন্দরে লুক আউট নোটিশ পাঠানো হয়৷ যাতে ফাঁকি দিয়ে লালা বিদেশে পালাতে না পারেন৷ এদিন তাঁর বাড়িতে গিয়েও তাঁর বা পরিবারের কোনও সদস্যের দেখা মেলেনি৷ সিবিআই আধিকারিকরা গিয়ে দেখেন তাঁর বাড়ি তালাবন্ধ রয়েছে৷ এর পরেই বাড়িতে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়৷ 

আরও পড়ুন- সিপিএমের ঘরে হানা বিজেপির! দলবদলের ইঙ্গিত দিলেন বিধায়ক তাপসী মণ্ডল

এই নোটিশে লেখা রয়েছে ২১  ডিসেম্বর সকাল ১১ টায় সিবিআই দফতরে হাজিরার দিতে হবে লালাকে৷ হাইকোর্টের নির্দেশে কয়লাকাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷ কয়লাকাণ্ডের তদন্ত করতে গিয়ে তাঁরা জানতে পারেন, এই এলাকায় কয়লা পাচারকারীদের যে সিন্ডিকেট কাজ করত, তার মাথায় ছিল এই লালা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 20 =