নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: তৃণমূলের পর এবার কী সিপিএমের ঘরেও হানা দিতে চলেছে গেরুয়া শিবির৷ মানুষের জন্য কাজ করতে পারছেন না এই অভিযোগ তুলে এবার দলবদলের ইঙ্গিত সিপিআইএম বিধায়ক তাপসি মণ্ডলের৷ জানিয়েছেন স্বামীর পাশে থেকে রাজনীতি করতে চান তিনি। এদিকে ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন তাপসীদেবীর স্বামী অর্জুন মণ্ডল। তাহলে কী এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন তিনিও? এদিন সংবাদমাধ্যমকে তাপসীদেবী বলেন, ‘আমি স্বাধীনভাবে মানুষের কাজ করতে পারছি না। মানুষের কাজ করতে চাই আমি’।
এদিকে সিপিআইএমের তরফ থেকে জানানো হয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত তাপসি মণ্ডল৷ তাই তাঁকে সিপিআইএমের তরফ থেকে বহিস্কার করা হল৷ এবার কী তাহলে স্রোতে গা ভাসিয়ে বিজেপির হাত ধরতে চলেছেন তাপসীদেবী? তিনি জানিয়েছেন এখনও কোনও স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ তবে একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, বাড়ির মানুষের পাশে থেকে রাজনীতি করবেন তিনি৷ যা থেকে স্পষ্ট এবার পদ্মশিবিরেই নাম লেখাতে চলেছেন তিনি৷
একইসঙ্গে তাপসিদেবীর অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে দল পরিচালনা করছেন পূর্ব মেদিনীপুরের সিপিএম জেলা সম্পাদক। যার ফলে মানুষের কাজ করা যাচ্ছে না। প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর বিজেপিতে যোগদান করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার সিপিএমের যুবনেত্রী রিঙ্কু নস্কর৷ এবার এক মাস যেতে না যেতেই দলত্যাগের ইঙ্গিত দিলেন তাপসী মণ্ডল৷