কলকাতা: বেআইনি অর্থ লগ্নি সংস্থা অ্যালকেমিস্টের প্রতারিতদের টাকা ফেরত পেতে আর কোন পৃথকভাবে আবেদন করতে হবে না। বৃহস্পতিবার মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে পায় নজিরবিহীনভাবে হাইকোর্ট ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে অ্যালকেমিস্ট নিয়ে চলা পৃথক মামলার শুনানি স্থগিত করে দিয়েছে।
আরও পড়ুন- দুই পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকল ৯৬০ কোটি! হুলস্থুল গোটা গ্রাম
এদিন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল পরামর্শ দেন, যেহেতু জনস্বার্থ মামলায় সমাজের বৃহত্তর অংশকে সুবিচার দেওয়ার মতো পর্যাপ্ত সুযোগ রয়েছে, তাই অন্য কোথাও মামলা চালানোর প্রয়োজন নেই। তা যদি চলে সে ক্ষেত্রে বিচারের গতি ধীর হবে এবং একই বিষয়ে দু জায়গায় মামলায় জটিলতা বাড়বে। এর পরেই হাইকোর্ট ট্রাইব্যুনালের মামলার শুনানি স্থগিত করে দেয়। ফলে প্রতারিত আমানতকারীরা বিভিন্ন সংগঠন বা ব্যক্তির কাছে টাকা ফেরত পাওয়ার জন্য যে দরবার করতে হতো, সেই ঝামেলাও বন্ধ হবে বলে আশা করছেন আমানতকারীরা। ইডি কোর্ট অ্যালকেমিস্টকে ৩১ আগস্ট পর্যন্ত কত টাকা দেনা রয়েছে, কত সম্পত্তি আছে, কত টাকা দেওয়া হয়েছে তা ২৩ নভেম্বরের মধ্যে বিস্তারিতভাবে জানাতে বলেছে।
আরও পড়ুন- টেলিকমে ১০০% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ! ঘোষণা কেন্দ্রের
এই মামলায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিং৷ দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করেছে ইডি৷ অ্যালকেমিস্ট গ্রুপের নামে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তৃণমূলের এই প্রভাবশালী প্রাক্তন সাংসদের বিরুদ্ধে৷ রয়েছে বিদেশে টাকা পাচারের মতো অভিযোগ৷ অ্যালকেমিস্ট গ্রুপের বাজার থেকে বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করে ইডি৷ ২৩৯ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অ্যালকেমিস্ট গ্রুপের কর্ণধার কে ডি সিংয়ের বিরুদ্ধে৷ ১৫০ কোটি টাকার কোনও সন্ধান দিতে পারেননি তৃণমূলের এই প্রভাবশালী প্রাক্তন সাংসদ৷ ইডির অনুমান, ওই টাকা বিদেশে পাঠিয়ে থাকতে পারেন কেডি সিং৷