ফের ভোট বঙ্গে, ‘ভাগ্য পরীক্ষা’ মুখ্যমন্ত্রীর! সম্মতি নির্বাচন কমিশনের!

ফের ভোট বঙ্গে, ‘ভাগ্য পরীক্ষা’ মুখ্যমন্ত্রীর! সম্মতি নির্বাচন কমিশনের!

9156bdf73e43ade911f2d52d70f94b89

কলকাতা:  ফের বঙ্গে ভোটের দামাম। ৭ কেন্দ্রের উপনির্বাচন চেয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি নির্বাচন কমিশনের৷ নির্বাচন হবে হবে রাজ্যসভার ২টি আসনেও৷ 

বিস্তারিত আসছে- চাপের মুখে সাফাই! শুভেন্দুর সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করলেন তুষার মেহতা

রাজ্যসভার ভোট চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশনের৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল, করোনা পরিস্থিতিতে রাজ্যসভার ২টি খালি আসনে ভোট নেওয়া সম্ভব কিনা৷ এই চিঠির জবাবে রাজ্য সরকার কমিশনকে জানায়, মানস ভুঁইয়া ও দীনেশ ত্রিবেদীর ফাঁকা আসনে ভোট করা সম্ভব৷ সেই সঙ্গে চিঠিতে এও লেখা হয়, রাজ্যসভার দুটি ফাঁকা আসনের পাশাপাশি রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতে হবে৷ বলা হয়, এক্ষেত্রেও রাজ্য সরকারের কোনও অসুবিধা নেই৷ এর পরেই মেলে সম্মতি৷ নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজ্যকে উপনির্বাচনের জন্য সবুজ সঙ্কেত দেয়৷ যার ফলে ৭টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনব নিয়ে যে জল্পনা চলছিল, তার অবসান ঘটল৷ 

আরও পড়ুন- হাঁপিয়ে যাচ্ছি, মনে হচ্ছে রাজনীতিতে এসে ঠিক করিনি! উপলব্ধি মনোরঞ্জনের

প্রসঙ্গত, নন্দীগ্রামে পরাজিত হওয়ার ফের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভবানীপুর থেকে ভোট লড়বেন তিনি৷ ফলে কবে উপনির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে জল্পনা চলছিল৷ তবে জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সঙ্কেতের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেল৷ খুব শীঘ্রই এই ৭ কেন্দ্রে উপনির্বাচন হবে৷ পাশাপাশি রাজ্য সভার যে ২টি আসন খালি রয়েছে সেই দুটি আসনেও নির্বাচন হবে৷ এমনটাই নবান্ন সূত্রে খবর৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *