গোসাবা: আর কয়েক সপ্তাহ পরেই বাংলায় ভোট। বিধানসভা নির্বাচনের আবহে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, গোসাবায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ৬ জন, তাদের প্রত্যেকেই বিজেপি কর্মী বলে সূত্রের খবর। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। একই অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
আরও পড়ুন: মোদীর ব্রিগেডে মিঠুনের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে, লাভবান হবে বাংলা, বললেন অর্জুন সিং
গতকাল রাতে আরামপুরের ৪ নম্বর কাটাখালীতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা প্রত্যেকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। আহতদের পরিবারের দাবি, স্থানীয় এক অনুষ্ঠান থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল কর্মীরা। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, বোমা বাঁধতে গিয়ে বিজেপি কর্মীরা এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছেন। তাদের তরফ থেকে জানানো হয়েছে, স্থানীয় বিজেপি নেতা বরুণ প্রামানিকের মদতে বিজেপি কর্মী বলরাম মণ্ডলের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, সেখানেই বিস্ফোরণ হয়েছে। প্রসঙ্গত, অভিযুক্ত নেতা বরুণ প্রামানিক কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: হারের ভয় ঐতিহাসিক ‘লং জাম্প’ মেরেছেন মমতা! চরম কটাক্ষ দিলীপের
কিছুদিন আগেই মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। সেই ঘটনার তদন্তে ইতিমধ্যেই একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এমনকি বাংলাদেশের জঙ্গি যোগ থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। সেই ঘটনায় মন্ত্রীর সহ আরো প্রায় ৩০ জন গুরুতর আহত হন।