মোদীর ব্রিগেডে মিঠুনের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে, লাভবান হবে বাংলা, বললেন অর্জুন সিং

মোদীর ব্রিগেডে মিঠুনের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে, লাভবান হবে বাংলা, বললেন অর্জুন সিং

9236442815c1942c772ac799e4a925ee

কলকাতা:  ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর রবিবার প্রথম বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন খাস কলকাতায় জনসভা করবেন তিনি৷ জোড় গুঞ্জন ওই সভাতেই প্রধানমন্ত্রীর হাত ধরে গেরুয়া দলে যোগ দেবেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী৷ তাঁর মতো অভিনেতা বিজেপি’তে যোগ দিলে শুধু দলই নয়, লাভবান হবে বাংলার মানুষও৷ এমনটাই দাবি করলেন অর্জুন সিং৷ 

আরও পড়ুন-  হারের ভয় ঐতিহাসিক ‘লং জাম্প’ মেরেছেন মমতা! চরম কটাক্ষ দিলীপের

বঙ্গ বিজেপি’র সহ সভাপতি আরও বলেন, ‘‘৭ মার্চ মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিলে বাংলার মানুষ খুশি হবে৷ উনি যদি আসেন তাহলে দলের পাশাপাশি লাভবান হবে বাংলার মানুষও৷’’  প্রসঙ্গত, ভোটের দিনক্ষণ প্রকাশ হওয়ার পর এই প্রথম বাংলায় আসছেন নমো৷ কলকাতার ব্রিগেড মাঠে হবে তাঁর জনসভা৷ আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলার ভোট পর্ব৷ রাজ্যে আট দফায় ভোট করানোর কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ ভোটের আগে বাংলায় কমপক্ষে ২০টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷ জোড় জল্পনা, রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি’র মেগা শো’য়ে উপস্থিত থাকবেন চলচ্চিত্র তারকা তথা বাঙালির হার্টথ্রব মিঠুন চক্রবর্তী৷ প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাঁকে৷  

আরও পড়ুন- ‘ভবানীপুরই আর নিজের মেয়েকে চায় না!’ কটাক্ষ বাবুলের, বিধান পরিষদ নিয়ে প্রশ্ন

প্রসঙ্গত, গত মাসে মিঠুনের সঙ্গে দেখা করতে মুম্বইয়ে তাঁর বাসভবনে গিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত৷ মিঠুনের বাংলোয় মোহন ভগবত যাওয়ার পর থেকেই তাঁর বিজেপি যোগের জল্পনা বাড়তে থাকে৷ যদিও সেই সময় এই বিষয়ে রা কাড়েননি তাঁরা৷ বরং মিঠুন জানান, তাঁদের মধ্যে গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে৷ বলেন, ‘‘উনি মুম্বইয়ে আমার বাসভবনে আসবেন বলে কথা দিয়েছিলেন৷ লখনউয়ে শুটিং শেষ করে মুম্বই ফিরতেই উনি আমার সঙ্গে দেখা করতে আসেন৷’’ মিঠুন আরও বলেছিলেন, আমরা একটা ভালো সময় কাটালাম৷ একসঙ্গে ব্রেকফাস্ট করলাম৷ উনি আমাকে নাগরপুরে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন৷’’ আগামীকাল মোদীর মঞ্চে তাঁকে দেখা যাবে কিনা, তা এখন সময়ের অপেক্ষা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *