হারের ভয় ঐতিহাসিক ‘লং জাম্প’ মেরেছেন মমতা! চরম কটাক্ষ দিলীপের

হারের ভয় ঐতিহাসিক ‘লং জাম্প’ মেরেছেন মমতা! চরম কটাক্ষ দিলীপের

কলকাতা: গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ভবানীপুরে লড়বেন না, শুধুমাত্র নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন। গতকালের প্রার্থী তালিকা ঘোষণার হয়তো এটাই সবচেয়ে বড় চমক ছিল। কারণ এর আগে খবর ছড়িয়ে ছিল তিনি দুটো জায়গাতেই প্রার্থী হতে পারেন। তবে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর তাঁকে একযোগে আক্রমণ করছে বিজেপির একাধিক নেতা। অমিত মালব্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয় থেকে দিলীপ ঘোষ, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিয়ে চরম কটাক্ষ করছেন। বাবুল সুপ্রিয়র কটাক্ষ, ‘ভবানীপুরই নিজের মেয়েকে চায় না!’ এদিকে দিলীপের দাবি, ‘ঐতিহাসিক লং জাম্প মেরেছেন মমতা’।

নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে মমতাকে আক্রমণ করে দিলীপ ঘোষ টুইট করেছেন, “হেরে যাবেন এই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে নন্দীগ্রাম ঐতিহাসিক লং জাম্প মেরেছেন। তবে তিনি পালাতে পারবেন কিন্তু লোকাতে পারবেন না। নন্দীগ্রাম ভুলে যান, গোটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোন সুরক্ষিত আসন নেই!” দিলীপ আরও দাবি করেছেন, “মা-মাটি-মানুষকে ১০ বছর ধরে লুট আর অত্যাচার করার পর এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোন সুরক্ষিত আসন নেই“। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের সিদ্ধান্তের পর রাজনৈতিক মহল দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ কেউ মনে করছেন বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্যই মমতা এই সিদ্ধান্ত নিয়েছেন, আবার কারও মতে, ভবানীপুরের আসন নিয়ে খুব একটা আশাবাদী নন মমতা নিজেই, তাই তিনি নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন। তবে কারণ যাই হোক, অবশেষে সুখের হাসি কে আসবে তা দেখার অপেক্ষায় রাজ্যবাসী। 

এদিকে এই একই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বাবুল সুপ্রিয় টুইট করে দাবি করেছেন,  “‘বাংলা নিজের মেয়েকে চায়’ তো দূরের কথা, ভবানীপুরই আর নিজের মেয়েকে চায় না। লড়লে হেরে যাবেন, এটা আজ করতে পেরে মাননীয়া দিদি নিজের জায়গাতেই লড়ার সাহস দেখাতে পারলেন না”। বাবুল সুপ্রিয়র কটাক্ষের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বিধান পরিষদ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *