কফি হাউজে ঢুকেও গুণ্ডাগিরি করছে বিজেপি’র বহিরাগত গুণ্ডারা, হুঙ্কার মমতার

কফি হাউজে ঢুকেও গুণ্ডাগিরি করছে বিজেপি’র বহিরাগত গুণ্ডারা, হুঙ্কার মমতার

খড়গপুর:  দু’দিন আগেই কলকাতার কফি হাউজে উঠেছিল ‘জয় শ্রী রাম’ ধ্বনি৷ যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷ বৃহস্পতিবার মেদিনীপুরের সভা থেকে সেই প্রসঙ্গ তুলে বিজেপি’র বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কফি হাউজে বিজেপি গুণ্ডাগিরি করছে বলেও তোপ দাগেন তিনি৷ 

আরও পড়ুন-  বাংলা জিতব, তারপর দিল্লিছাড়া করে ছাড়ব! বিজেপিকে হুঁশিয়ারি মমতার

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপির বহিরাগত গুণ্ডারা কপালে তিলক টেনে আর পান চিবিয়ে মারদাঙ্গার কথা বলছে৷ কফি হাউজ নিয়ে মান্না দা’র বিখ্যাত গান রয়েছে ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’৷ সেই কফি হাউজে গিয়ে গুণ্ডাগুলো বসে আছে৷ কফি হাউজের মধ্যে যে গন্ডোগোল পাকিয়েছে সেই ছেলেটি দিল্লিতেও দাঙ্গা ছড়িয়েছিল৷ ও তো বহিরাগত গুণ্ডা৷ কফি হাউজ দখল করতে গিয়েছে, এত বড় সাহস৷’’ তিনি আরও বলেন, ‘‘ওঁরা যানে কফি হাউজে কারা যায়? আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় দূর থেকে কফি হাউসকে প্রণাম জানিয়েছি৷ যাদের দু’হাত রক্ত মাথা৷ যাঁদের প্রতিটা পাপড়িতে দুর্নীতি, তাঁরা বহিরাগত গুণ্ডা এনে বাংলা দখল করতে চাইছে৷ পরিবর্তন করতে চাইছে৷ পরিবর্তন শব্দটাও ওঁরা টুকলি করেছে৷ এই শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান৷ তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি করছ কেন? নিজের বিদ্যাবুদ্ধি প্রয়োগ কর৷’’

তাঁর হুঙ্কার, আমরা তোমাদের পরিবর্তন করব দিল্লিতে গিয়ে৷ বাংলায় জিতলেই দিল্লি ঝাঁপাব৷ ওটা ওঁরা ভালই জানে৷ সেই জন্যই ভয় পাচ্ছে৷ বাংলার ঘরে ঘরে কেউটে ঝোকাতে চাইছে৷ কিন্তু ওঁরাও আমাকে জানে না৷ আমি ভাঙি তবু মচকাই না৷ আর আমাকে চমকালে, আমি গর্জাই৷  

আরও পড়ুন- নতুন ধরনের মাওবাদী তৈরি করেছে তৃণমূল, যারা টাকা লুট করে: মোদী

 
প্রসঙ্গত দু’দিন আগেই বিজেপি সমর্থকদের কাজকর্মে উত্তপ্ত হয়ে উঠেছিল কফি হাউজ৷ সোমবার সন্ধে সাতটা নাগাদ ২০-৩০ জনের একটি দল গেরুয়া টিশার্ট পরে কফি হাইজের ভিরতে ঢোকে৷ তাঁদের জামায় লেখা ছিল মোদীপাড়া৷ সেখানে ঢুকে তাঁরা জয় শ্রীরাম স্লোগান তোলে৷ এমনকী বিরুপ মতাদর্শীদের সঙ্গে তর্কবিতর্কেও জড়ায়৷ সেই প্রসঙ্গ টেনেই এদিন বিজেপি’কে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =