বিজেপি’র মঞ্চে নাম ঘোষণা, তবুও হাজির হলেন না ২ তৃণমূল নেতা

বিজেপি’র মঞ্চে নাম ঘোষণা, তবুও হাজির হলেন না ২ তৃণমূল নেতা

কলকাতা: মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মঞ্চে বিজেপি’তে যোগদানকারীর তালিকা নিয়ে বিভ্রাট৷ বিজেপ’র মঞ্চে নাম ঘোষণার পর দুই নেতা ফিরলেন তৃণমূলে৷ 

আরও পড়ুন- শুভেন্দু ‘গেরুয়া’ হতেই ‘মিরজাফর’-এক তকমা, অশান্তির আগুন মেদিনীপুরে

এদিন সভা মঞ্চ থেকে বিজেপি’তে যোগদানকারী হিসাবে ঘোষণা করা হয়েছিল দেবাশিস জানার নাম৷ কিন্তু সেই সময় বিধাননগরের পুর প্রশাসক ছিলেন নিজের বাড়িতে৷  শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই বরাবর পরিচিত দেবাশীষবাবু৷ কিন্তু এদিন তিনি উপস্থিত হননি বিজেপি’র মঞ্চে৷ তাঁর অবস্থান নিয়ে তৈরি হয় বিভ্রান্তি৷ অন্যদিকে উত্তর দিনাজপুরের হেমতাবাদের তৃণমূল নেতা প্রফুল্ল বর্মনের নামও এদিন রাখা হয়েছিল বিজেপিতে যোগদানকারীদের তালিকায়৷ সেই মতো তাঁর নামও ঘোষণা করে দেওয়া হয়৷ কিন্তু নাম ঘোষণা শুনেই প্রফুল্লবাবু ছুটলেন দলীয় কার্যালয়ে৷ জানিয়ে দিলেন তিনি রয়েছেন তৃণমূলেই৷ একেবারে সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান ঘোষণা করলেন তিনি৷ কিন্তু কেন তাঁর নাম ঘোষণা করা হল, সে বিষয়ে কোনও তথ্য জানানে পারেননি তিনি৷ 

আরও পড়ুন- বাংলায় মুখ্যমন্ত্রী হবেন কে? জবাব দিলেন অমিত শাহ

 

দেবাশিস জানা ও প্রফুল্ল বর্মন।

এদিকে দিন কয়েক আগেই তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন দেবাশিসবাবু। কিন্তু এদিন বিকেলে বাড়ি থেকে বেরনোর সময় দলত্যাগ বা বিজেপিতে যোগদানের বিষয়ে একটি বাক্যও খরচ করেননি তিনি৷ হেমতাবাদ বিধানসভায় তৃণমূলের কোঅর্ডিনেটর প্রফুল্লবাবুর নাম নিয়েও এদিন বিভ্রান্ত ছড়ায়৷ এই ঘটনায় জন্য বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা। তিনি বলেন, ‘‘এ বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলা হচ্ছে। শীঘ্রই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হবো।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 15 =