চুরির টাকা নিরাপদে রাখতে বিজেপি করা ফ্যাশন হয়েছে, তোপ দাগলেন মমতা

চুরির টাকা নিরাপদে রাখতে বিজেপি করা ফ্যাশন হয়েছে, তোপ দাগলেন মমতা

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের সভা থেকে বিজেপি’কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লুটেরাদের নিরাপত্তাকারী বলে তোপ দাগলেন তিনি৷ লুটের টাকা সংরক্ষিত রাখার জন্য বিজেপি সবচেয়ে বড় পরিচয়পত্র বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- ভারতের মাটি থেকে ‘উৎখাত’ হবে, মেদিনীপুরের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি করা আজকাল ফ্যাশন হয়ে গিয়েছে৷ বিজেপি করার কিছু সুবিধা রয়েছে৷ কেননা বিজেপি নামক ব্যাঙ্কে চুরির টাকা নিরাপদে সংরক্ষিত রাখা যায়৷  লুটেরাদের নিরাপত্তা দেয় কেন্দ্রের এই সরকার৷ দেখুন আজকাল কী ভাবে দল ভাঙা হচ্ছে, কী ভাবে একের পর এক সরকার ভাঙা হচ্ছে, কী ভাবে ওরা টাকা করছে৷ এটা কোনও ছোট বিষয় নয়৷ তবে যতই সরকার ভাঙার চেষ্টা করুক না বিজেপি তার লক্ষ্যে সফল হবে না বলেই প্রত্যয়ী তিনি৷ আজকের সভা থেকে তৃণমূলের সকল কর্মী সমর্থকদের শপথ নেওয়া ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘২০২১ আমাদের৷ ২০২১ বাংলার৷’ এই কথাটা ভুলবেন না৷ তাঁর স্লোগান, ‘‘জনগন আছে সঙ্গে৷ তৃণমূল কংগ্রেস ২১-এ আসছে বঙ্গে৷’’

আরও পড়ুন- কেন বাড়ছে আলু-পেঁয়াজের দাম? বিজেপিকে দুষলেন মমতা

মহত্মা গান্ধীকে যারা হত্যা করেছে তাদের কাছে বাংলা মাথা নত করবে না বলেও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী৷ কোনও প্ররোচনা, অত্যাচারের কাছে মাথা নত না করার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো৷ তিনি বলেন, ২০২১ এ হার্মাদ সিপিএম বা তার সঙ্গী কংগ্রেস আসবে না৷ বিজেপি তো একেরাবেই না৷ বাংলায় আসবে শুধুমাত্র তৃণমূল৷ বিজেপি’কে তার চরম হুঁশিয়ারি ‘আগুন নিয়ে খেলবেন না৷’ বাংলাকে তিনি কোনও ভাবে গুজরাত হতে দেবেন না বলে সুর চড়ান৷ 

এদিন আরও একবার কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল কৃষকদের ডাকা বনধকে তৃণমূল কংগ্রেস সমর্থন জানাবে বলেও সাফ জানিয়ে দেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =