৪০% কর দিয়ে সম্পত্তি করেছি,৭০ শতাংশ ভোট পড়লেই জিতব, খোঁচা প্রিয়াঙ্কার

৪০% কর দিয়ে সম্পত্তি করেছি,৭০ শতাংশ ভোট পড়লেই জিতব, খোঁচা প্রিয়াঙ্কার

কলকাতা:   ভবানীপুর জুড়ে বইতে শুরু করেছে ভোটের উষ্ণ হাওয়া৷ জোড় প্রচারে নেমেছে যুযুধান দুই শিবির৷ মঙ্গলবার সকালে বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করেই গোপালনগর মোড়া থেকে প্রচারে নামেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পাল্টা প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম৷ 

আরও পড়ুন- ED-র তলবে দিল্লি যাচ্ছেন না মলয় ঘটক, বদলে দুটি প্রস্তাব রাখলেন আইনমন্ত্রী

সোমবার ঢাক-ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিয়েছেন প্রিয়াঙ্কা৷ এদিন ৭৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালান তিনি৷ তাঁর কথায়, ‘আমি এই মাটির মেয়ে। শুধু মা, মাটি, মানুষের কথা মুখে বললে হয় না। মানুষের পাশে থাকতে হয়।’ কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘যে সরকার মায়ের কোল খালি করে দেয়, তারা মানুষের পাশে কীভাবে দাঁড়াবে?’  উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপি’র হয়ে লড়ছেব প্রিয়াঙ্কা৷ ভবানীপুরে জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী৷ তিনি বলেন, ৭০ শতাংশ ভোট ঠিক ঠিক পড়লে আমিই জিতব৷  

এদিন তোপ দেগে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘‘আমি একটা টাকা খাই না৷ যদি বিধায়ক হয়ে আসি তাহলে খেতেও দেব না৷ টুইটারে তৃণমূল আমাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে৷ বলছে, দিদির কাছে গাড়ি নেই, বাড়ি নেই৷ শুধু শাড়ি আর হাওয়াই চটি পরে ঘোরেন৷’’ কটাক্ষ করে বিজেপি প্রার্থী আরও বলেন, ‘‘কী করে থাকবে? ওঁর অনেক ভাই আছে৷ তাঁদের নামেই সব কিছু আছে৷ ওঁরা বলছে, প্রিয়াঙ্কার কাছ ৩ কোটি টাকার সম্পত্তি আছে৷ আরে আমি শিক্ষিত মানুষ৷ ৪০ শতাংশ কর দিয়ে কামিয়েছি৷ ১৮ বছর বয়স থেকে কাজ করছি৷ সে জন্যই আছে৷’’ 

আরও পড়ুন- মমতার কোলে গণেশ বসিয়ে উদ্দাম নৃত্য তৃণমূল নেতার!

পাল্টা ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমরা মানুষের দরবারে যাব৷ মানুষ ভোট দেবে৷ মানুষ জিতবে৷ এটাই গণতন্ত্র৷ কুৎসা করাটা গণতন্ত্র নয়৷ আমার বিরুদ্ধেও কুৎসা হয়েছিল৷ তার পরেও অনেক ভোটে জিতেছি৷ মানুষ দেখে কী পরিষেবা পাচ্ছে৷’’ তিনি আরও বলেন, ‘‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে অন্যায় হয়েছে, তার জবাব দেওয়া হবে ৩০ তারিখ।’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *