গরু পাচার কাণ্ডে CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ ‘ফেরার’ বিনয় মিশ্রের নাম

গরু পাচার কাণ্ডে CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ ‘ফেরার’ বিনয় মিশ্রের নাম

কলকাতা:  গোরু পাচার কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  বুধবার আসানসোলের বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে৷ সিবিআই-এর এই চার্জশিটে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর৷ এই বিনয় মিশ্রের হাত ঘুরেই গরু পাচার কাণ্ডের টাকা বিদেশে যেত বলেও দাবি করে সিবিআই।

আরও পড়ুন-  সিজারের সময় ঘাড়ের রগ ছিঁড়ে মৃত্যু সদ্যোজাতর, চিকিৎসায় চরম গাফিলতি!

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে ৯০ দিনের মাথায় এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রের মাধ্যমেই বিদেশের অ্যাকাউন্টে টাকা পাঠানো হত বলে দাবি সিবিআই এর। ইতিমধ্যেই বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করেছে সিবিআই৷ সিবিআই-এর পাশাপাশি একাধিক মামলায় তাঁকে খুঁজছে ইডিও৷ কবে তিনি কোথায় তা এখনও জানা যায়নি৷ বিনয় মিশ্র গরু পাচার কাণ্ডের অন্যতম মাথা৷ এর আগে তিন বার তাঁকে তলব করলেও হাজিরা দেননি বিনয় মিশ্র৷ ২২ মার্চের মধ্যে সিবিআই আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই সময়ের মধ্যে হাজিরা না হলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে৷ বিনয় মিশ্রের রাসবিহারীর বাড়িতে এই বিষয়ে নোটিশও ঝোলানো হয়েছে৷ জারি করা হয়েছে লুক আউট নোটিশ৷   

আরও পড়ুন-  টলিউড টেকনিশিয়ানদের পদযাত্রা বিজেপির, ক্ষমতায় এলেই বিরাট প্রতিশ্রুতি

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার কাণ্ডের আরও একটি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই৷ জানা গিয়েছে, ওই চার্জশিটে উল্লেখ করা হয়েছিল এনামুল হক, বিএসএফের  কমান্ড্যান্ট সতীশ কুমার, গোলাম মুস্তাফা এবং আনারুল শেখের নাম। সিবিআই সূত্রে খবর, এই চারজনের পাশাপাশি এনামুলের স্ত্রী রশিদা বিবি, সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল ও শ্বশুর বাদলকৃষ্ণ সান্যালের নামও উল্লেখ করা হয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + five =