‘সবচেয়ে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই’, তিনি কে? সাফ জানালেন বাবুল

‘সবচেয়ে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই’, তিনি কে? সাফ জানালেন বাবুল

কলকাতা:  গেরুয়া জার্সি খুলে তৃণমূলে নাম লেখানোর পর আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন বাবুল সুপ্রিয়৷ নানা প্রশ্নের জবাবও দেন তিনি৷ স্বভাবতই প্রশ্ন ওঠে ২০২৪ নিয়ে৷ এ প্রসঙ্গে বাবুল সাফ বলেন,  সবচেয়ে জনপ্রিয় মানুষকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইব। 

আরও পড়ুন- ‘ভিক্টোরিয়ার সামনে দিদি আমাকে ঝালমুড়ি খেতে বলেছিলেন’, অনুপমকে তুলোধোনা বাবুলের

তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে এই তালিকার শীর্ষে থাকবেন, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই তাঁকেই আমি তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। বাবুলের স্পষ্ট কথা, ২০১৪ সালে মোদী ছিলেন দেশের আশা৷ কিন্তু  ২০২৪ সালে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন দিদি। 

এদিন বাবুল বারবার বলেছেন, আমি প্রথম একাদশে থাকতেই ভালোবাসি৷ প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়ার জন্য দিদি ও অভিষেককেও ধন্যবাদ জানান তিনি৷ বাবুল বলেন, মাত্র চার দিন আগের কথা৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ও ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে আমার কথা হয়েছে৷ তাঁর এমন কিছু বলেছেন যা আমাকে অনুপ্রাণিত করেছে৷ মোটিভেট করেছে৷ আমার সিদ্ধান্ত বদল নিয়ে নানা কটূক্তি, কটাক্ষ হবে জেনেও দল বদল করেছি৷  

আরও পড়ুন- ‘সমালোচনা করার অধিকার রয়েছে শুভেন্দুর, বহিরাগর প্রশ্ন নিরর্থক’ মন্তব্য বাবুলের

এদিন দিলীপ ঘোষের সমালোচনা করে বাবুল বলেন, ‘‘ যাঁরা আমাকে পর্যটক বলছেন, তাতে আমার বিশেষ কিছু আসে যায় না।’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =

‘আমার ইনিংসটা রিটায়ার্ড হার্ট হয়ে যাচ্ছিল, প্রথম একাদশে সুযোগ দিয়েছেন দিদি’, বললেন বাবুল

‘আমার ইনিংসটা রিটায়ার্ড হার্ট হয়ে যাচ্ছিল, প্রথম একাদশে সুযোগ দিয়েছেন দিদি’, বললেন বাবুল

কলকাতা:  রাজনৈতিক সন্ন্যাস ভেঙে শনিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বাবুল সুপ্রিয়৷ রবিবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল বললেন, তৃণমূলে যোগদানে অনুঘটক ডেরেক ও’ব্রায়েন৷ আমি জানতাম অনেক প্রিয়-অপ্রিয় প্রশ্ন আসবে৷ অনেক ট্রোলিং হবে৷ সব জেনেই দল বদল করেছি৷ 

আরও পড়ুন- ফের ফাটলের ইঙ্গিত! বাবুল দল ছাড়ার পর সুর সপ্তমে চড়ালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক

তাঁর কথায়, ‘‘আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে এবং তার ফলে মনে যে আবেগ তৈরি হয়৷ যার প্রতিফলন আমরা দেখতে পাই৷ হতে পারে গায়ক বলে আমি একটু বেশিই আবেগপ্রবণ৷ তবে রাজনীতি ছাড়ার সিদ্ধান্তটা আবেগপ্রবণ ছিল না৷ তাই আগের কোনও পোস্ট ও আমি মুছব না৷ আমি যখন যেটা করি, তখন সেটা মন দিয়েই করি৷’’  বাবুলের কথায়, ‘‘আমার মন চেয়েছিল রাজনীতি থেকে সরে দাঁড়াতে৷ তাই সরে এসেছিলাম৷’’ তিনি মনে নতুন করে দায়িত্ব নিয়েকাজ করার সুযোগ এসেছে৷ প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়ার জম্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি৷

বাবুল বলেন, আমি প্রথম একাদশে থাকতে চাই৷ গত সাত বছর তৃণমূল স্তর থেকে লড়াই করেছি৷ রাজনীতি করেছি৷ মাত্র চার দিন আগের কথা৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ও ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে আমার কথা হয়েছে৷ তাঁর এমন কিছু বলেছেন যা আমাকে অনুপ্রাণিত করেছে৷ মোটিভেট করেছে৷ আমার সিদ্ধান্ত বদল নিয়ে নানা কটূক্তি, কটাক্ষ হবে জেনেও দল বদল করেছি৷ 

আরও পড়ুন- ‘এভাবে উন্নয়ন হয়?’ খড়গপুরে রেলের কাজ নিয়ে দিলীপের উল্টো সুর হিরণের গলায়

বাবুল আরও বলেন, ‘‘আমার ইনিংসটা অপূর্ণ ছিল৷ রিটায়ার্ড হার্ট হয়ে যাচ্ছিলাম৷ সেই ইনিংস শেষ করার সুযোগ দিয়েছেন দিদি৷ যে সুযোগ এসেছে, সেটা কাজে লাগাতে চাই৷ তবে আমাকে যে বড় সুযোগ দেওয়া হয়েছে, সে বিষয়ে দল জানাবে৷ নতুন দায়িত্ব পেয়ে আমি খুশি৷’’  তাঁর কথায়, ‘‘আমি কোনও ইতিহাস তৈরি করিনি৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =