‘সমালোচনা করার অধিকার রয়েছে শুভেন্দুর, বহিরাগর প্রশ্ন নিরর্থক’ মন্তব্য বাবুলের

‘সমালোচনা করার অধিকার রয়েছে শুভেন্দুর, বহিরাগর প্রশ্ন নিরর্থক’ মন্তব্য বাবুলের

কলকাতা: বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক আক্রমণ শানানো হয়েছে তাঁর বিরুদ্ধে৷ কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারীও৷ রাজ্যের বিরোধী দলনেতা বলেন, বাবুল খুব একটা জনপ্রিয় নেতা ছিলেন না, রাজনৈতিক সংগঠকও ছিলেন না। তাই তিনি চলে যাওয়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না। যদিও তিনি মনে করেন যে, দল ছাড়ার আগে বাবুলের একবার জানান উচিত ছিল তাঁর সিদ্ধান্ত।  

আরও পড়ুন- ‘আমার ইনিংসটা রিটায়ার্ড হার্ট হয়ে যাচ্ছিল, প্রথম একাদশে সুযোগ দিয়েছেন দিদি’, বললেন বাবুল

এদিন সাংবাদিক বৈঠকে বাবুলকে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘দল পরিবর্তন করেছি৷ শুভেন্দু অধিকারী এ বিষয়ে কথা বলবেন৷ এটা ওঁর অধিকার৷ গতকাল শমীক ভট্টাচার্যও সমালোচনা করেছেন৷ তবে উনি খুবই জ্ঞানী মানুষ৷ ফোন করে অনেক কিছুর ধারনা ওঁর থেকে নিতাম৷ তবে প্রতিদ্বন্দ্বী মানেই তো শত্রু নয়৷ সবের মাঝে শমীক ভট্টাচার্য গতকাল একটা কথা বলেছিলেন, বাবুলকে বিজেপি কোনও ভাবেই দুর্নীতিগ্রস্ত বলে না৷ 

আরও পড়ুন- ফের ফাটলের ইঙ্গিত! বাবুল দল ছাড়ার পর সুর সপ্তমে চড়ালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক

তাঁর কথায়, শুভেন্দু অধিকারী যেমন তৃণমূল থেকে বিজেপি’তে গিয়েছেন, তেমনই আমি বিজেপি থেকে তৃণমূলে এসেছি৷ তাই এ বিষয়ে কে কী বলছে, কারা বহিরাগত, সে প্রশ্ন করার মানে হয় না৷ আমি যে দলে যাচ্ছি  সেই দলে নিদের সেরাটা দিলাম কিনা, সেটাই আসল কথা৷ ২০১৪ সাল থেকে বিজেপি’তে নিজের সেরাটা দিয়েছে৷ অনেক বাচ্চা ছেলেও গতকাল অনেক কমেন্ট করেছে৷ তাঁর কোথায় ছিল জানা নেই৷ তবে তাঁরা তাঁদের মন্তব্য করতেই পারে৷ আমার কাছে যে সুযোগ এসেছে, তাতে এতটাই শক্তি আছে যে সমস্ত সমালোচনার মুখেও আমি কাজ করব।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *