ফের ফাটলের ইঙ্গিত! বাবুল দল ছাড়ার পর সুর সপ্তমে চড়ালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক

ফের ফাটলের ইঙ্গিত! বাবুল দল ছাড়ার পর সুর সপ্তমে চড়ালেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক

রায়গঞ্জ:  বাবুলের দল বদলের পর সুর আরও চড়ালেও রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আরও একবার দল বদলের ইঙ্গিত দিলেন তিনি। তাঁর কথায়, কে কোথায় অসম্মানিত বোধ করছেন তা দেখার দায়িত্ব দলের। যাঁরা দল ছাড়ছেন তাঁরা অসম্মানিত হয়েই ছাড়ছেন। দলকে অনেক সময় দিয়েছি। ঠিক কাজ না হলে অন্য কিছু ভাবতে হবে। এমনই মন্তব্য করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণ। 

আরও পড়ুন- ‘এভাবে উন্নয়ন হয়?’ খড়গপুরে রেলের কাজ নিয়ে দিলীপের উল্টো সুর হিরণের গলায়

এদিন রায়গঞ্জের বিজেপি বিধায়ক আরও বলেন, ‘দেখতে হবে কে কোন পরিস্থিতিতে দল ছেড়ে চলে যাচ্ছেন৷ কে অসম্মানিত বোধ করছেন। কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।’ তিনি জানান, দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে বিরত রেখেছেন৷ দলকে সময় দিয়েছেন৷ তবে বিধায়ক হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন এখনও৷ তাঁর কথায়, আমার প্রতিবাদ আমি জানিয়েছি৷ নির্দিষ্ট সময়সীমার মধ্যে দল সিদ্ধান্তে না এলে তখন নতুন করে চিন্তা ভাবনা করব৷ এর আগেও তিনি বলেছিলেন, ভবিষ্যতে কী হবে তা ভূবিষ্যতই বলবে৷ তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়েই জেলা কমিটি গঠন করা হয়েছে। বাসুদেববাবু সংগঠনের সবাইকে নিয়ে চলছেন না। তিনি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে চলছেন। 

আরও পড়ুন- পার্থর পর এবার মানস! চিটফাণ্ড মামলায় তলব করল সিবিআই

উল্লেখ্য, গতকাল সকলে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়৷ তিনি বলেন, ‘এটা রাজনৈতিক প্রতিহিংসা নয়৷ মন থেকেই বলেছিলাম রাজনীতি ছেড়ে দেব৷ কিন্তু বাংলার মানুষের সেবা করার একটা বড় সুযোগ পেয়েছি৷ তাই সিদ্ধান্ত বদল৷’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =