হাওড়া: হাওড়ার জগাছায় ভুয়ো সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণা৷ কেন্দ্রীয় সরকারে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ৷ চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে অনলাইনে ইন্টারভিউ নিতেন অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়৷ ঘুরতেন নীল বাতি গাড়িতে৷
আরও পড়ুন- ‘কোনও দলেই বেশিদিন মন টেকে না সৌমিত্রর’, বিস্ফোরক সুজাতা
পরিবারের দাবি বি-টেক পড়ার সময়েই বেসরকারি সংস্থায় চাকরি পান শুভদীপ৷ সম্প্রতি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি৷ অভিযোগ, সিবিআই অফিসার পরিচয়ে নকল পরিচয়পত্র বানিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চলত৷ বিশ্বাস অর্জনে অনলাইন ইন্টারভিউ নিতেন শুভদীপ৷ দেওয়া হত ভুয়ো নিয়োগপত্র৷ তাঁর দাবি, বিহারের এক বাসিন্দা তাঁকে এই চক্রে টেনে আনে৷
চলতি বছরের মার্চ মাসে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর৷ মা মাসে জগাছা থানায় অভিযোগ দায়ের করেন শুভদীপের প্রাক্তন স্ত্রী৷ ২০২০ সালের জুলাই মাসে বিয়ে হয়েছিল শুভদীপের৷ ৮ মাসের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়৷ শুভদীপের প্রাক্তন স্ত্রী জানান, শুভদীপ নিজেকে সিবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে পরিচয় দিয়েছিলেন৷ বলা হয়েছিল ওঁর বাবা আইবি-তে চাকরি করেন৷ বিয়ের পরেই জানা যায় শুশুর মশাই আইবি-তে চাকরি করেন না৷ পরে জানা যায় শুভদীপের কীর্তি৷
তিনি বলেন, শুভদীপকে যখন জিজ্ঞাসা করেছিলাম তুমি কি সত্যই সিবিআই অফিসার৷ তখন বলেছিল ও কোস্টাল ভিডিল্যান্স৷ তারপর বলে রেলওয়ে ভিডিল্যান্স৷ যখন জিজ্ঞাসা করি কোন সালে ইউপিএসসি পাশ করেন? তখন শুভদীপ জানান ২০১৭৷ ব্যচমেটদের কথা জানতে চাইলে ওঁর বাবা মা বলেন, আমার ছেলেক সন্দেহ করা হচ্ছে৷ সন্দেহ করার কোনও কারণ নেই৷ আমরা নিশ্চিত ভাবে জানাচ্ছি, ও সিবিআই অফিসার৷ কিন্তু প্রচিদিন দেখতাম সকাল ১০টায় নীলবাতি গাড়ি বাবা আর ছেলকে নিয়ে যাচ্ছে আর ৫টার মধ্যে বাড়িতে ড্রপ করছে৷ সিবিআই অফিসারের কাজ এত কম সময়ের মধ্যে কী ভাবে শেষ হতে পারে? সেটা ভেবেই সন্দেহ দানা বাঁধে৷
আরও পড়ুন- করোনা বিধি শিকের তুলে কী ভাবে উদ্দাম পার্টি? পার্ক হোটেল কর্তৃপক্ষকে তবল লালবাজারে
তিনি আরও বলেন, একদিন ল্যাপটপে পে স্লিপ বানাতে দেখি৷ এর পরেই একদিন ওঁর পে স্লিপ, আইডি কার্ড নিয়ে সিজিও কলপ্লেক্সে দেখা করি৷ এবং জানতে পারি এই নামে সিবিআই দফতরে কেউ নেই৷ শুভদীপের স্ত্রী চান যত শীঘ্র সম্ভব তাঁকে যেন গ্রেফতার করা হয়৷ শুভদীপের কাছে আটকে থাকা সমস্ত সার্টিফিকেট উদ্ধারের আর্জিও জানিয়েছেন তিনি৷