করোনা বিধি শিকের তুলে কী ভাবে উদ্দাম পার্টি? পার্ক হোটেল কর্তৃপক্ষকে তবল লালবাজারে

করোনা বিধি শিকের তুলে কী ভাবে উদ্দাম পার্টি? পার্ক হোটেল কর্তৃপক্ষকে তবল লালবাজারে

কলকাতা: করোনা বিধি অগ্রাহ্য করে হোটেলে দেদার পার্টি৷ চলছিল উদ্দাম নাচ-গান৷ পার্ক স্ট্রিটের একটি অভিজাত হোটেলে পার্টি চলার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ৷ সেখানে পৌঁছে দেখে তারস্বরে সাউন্ড বক্স বাজিয়ে  উদ্দাম পার্টি চলছে৷ নেই করোনা বিধির কোনও বালাই৷ এমনকী অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই৷ পুলিশ বাধা দিতেই শুরু হয় ধস্তাধস্তি৷ এর পরেই ওই হোটেল থেকে ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ৷ এদিকে, পার্ক স্ট্রিট হোটেল কর্তৃপক্ষকেও তলব করেছে লাল বাজার৷

আরও পড়ুন- পুলিশকর্তার মেয়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

সরকারি বিধি নিষেধের মধ্যে কী ভাবে পার্ক স্ট্রিটের এই হোটেলে পার্টি চলছিল? তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ পুলিশের এফআইআর-এ উল্লেখ করা হয়েছে পার্ক হোটেল কর্তৃপক্ষের নাম৷  অভিযোগ, গতকাল প্রথম স্যাটারডে পার্টি নয়৷  প্রায় ১ মাস ধরে এখানে পার্টি করছিল এই অভিযুক্তরা৷ শুক্র, শনি ও রবিবার করে হত এই পার্টি৷ তাঁরা অধিকাংশই কল সেন্টারের কর্মী৷ করোনা বিধি উপেক্ষা করেই পার্ক স্ট্রিটের ওই অভিজাত হোটেলের তিন ও চার তলায় গভীর রাত পর্যন্ত চলছিল পার্টি৷ তিন ও চার তলায় ৩-৪টি করে ঘর ভাড়া নেওয়া হয়েছিল৷ করিডরে লাগানো হয়েছিল ডিজে লাইট৷  সঙ্গে উদ্দাম নাচ৷ হোটেলে মজুত ছিল বিপুল পরিমাণে মদ ও গাঁজা৷ সেগুলিও উদ্ধার করা হয়েছে৷ বাজেয়াপ্ত হয়েছে মর্জিডিজ সহ দুটি গাড়ি ও অন্যান্য সামগ্রী৷ বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সাউন্ড সিস্টেম৷ অভিযুক্তদের বিরুদ্ধে অন্যান্য আইন ছাড়াও বিপর্যয় মোকাবিলা আইনেও মামলা রুজু করা হয়েছে৷ শহরের অন্যত্র এই ভাবে ধরনের কোনও পার্টি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =