কলকাতা: বেশ কিছুদিন ধরেই বেসুরো সৌমিত্র খাঁ৷ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে চলেছেন তিনি৷ সৌমিত্রের রাজনৈতিক অবস্থান নিয়ে বিজেপি’র অন্দরে যখন বিড়ম্বনা, তখন বিস্ফোরক মন্তব্য করলেন সুজাতা মণ্ডল খাঁ৷ তিনি এদিন বলেন, ‘কোনও দলেই বেশিদিন মন টেকে না সৌমিত্রর৷ ’
আরও পড়ুন- করোনা বিধি শিকের তুলে কী ভাবে উদ্দাম পার্টি? পার্ক হোটেল কর্তৃপক্ষকে তবল লালবাজারে
ফেসবুক লাইভে এসে সৌমিত্র যখন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উড়গে দিচ্ছেন, ঠিক তখনই এই বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর স্ত্রী সুজাতা৷ প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমিত্র জায়া৷ সেই সময় বিজেপি’র বিরুদ্ধে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি৷ এদিন ফের তাঁর গলায় ঝরে পড়ল কটাক্ষ৷ এদিন নিজের স্বামী সৌমিত্র খাঁকে নিশানা করে সুজাতা বলেন, ‘‘ওঁর মস্তিষ্ক বিকৃতি হয়েছে নাকি শ্বাস নিতে কষ্ট হচ্ছে তা তিনিই বলতে পারবেন। আসলে কোনও দলেই বেশিদিন মন টেকে না সৌমিত্রর। ফলে এখন তিনি বিজেপিতে খুশি আছেন কিনা বলতে পারব না।’’ এখানেই শেষ করেননি তৃণমূল নেত্রী৷ সুর চড়িয়ে আরও বলেন, ‘‘অনেক নেতাদের সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি তাঁর মায়েরই (মমতা বন্দ্যোপাধ্যায়) হতে পারলেন না, অন্য দলের কতটা হবেন!’’ এর আগে বিজেপি’র বিরুদ্ধে তোপ দেগে সুজাতা বলেছিলেন, এই দল মানুষের সংসার ভাঙে৷ তিনি মনে প্রাণে চান সৌমিত্র যেন তৃণমূলে ফিরে আসেন৷
আরও পড়ুন- পুলিশকর্তার মেয়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে
প্রসঙ্গত, দিন কয়েক আগে ফেসবুক লাইভে এসে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সৌমিত্র৷ যুব মোর্চার সভপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও বলেন৷ তিনি বলেন, বিরোধী দলনেতা যে ভাবে কাজ করছেন তাতে যুব মোর্চা চালানো সম্ভব নয়৷ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন তিনি৷ মনে হচ্ছে তিনি একাই আত্মত্যাগ করেছেন, আমাদের কোনও আত্মত্যাগ নেই৷ আর রাজ্য সভাপতিতে কোনও কথা বললেও উনি অর্ধেকটা বোঝেন আর অর্ধেকটা বোঝেন না৷