আরও ৬৫০ শিক্ষক নিয়োগে বড় প্রশ্নচিহ্ন, SSC-র কাজে বিস্মিত বিচারপতি

আরও ৬৫০ শিক্ষক নিয়োগে বড় প্রশ্নচিহ্ন, SSC-র কাজে বিস্মিত বিচারপতি

কলকাতা: নিয়োগ ইস্যু নিয়ে অভিযোগের কোনও শেষ হচ্ছে না। যতদিন যাচ্ছে আরও নতুন কোনও অভিযোগ উঠছে। এবার আরও একবার অস্বচ্ছতার অভিযোগ। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। পরিস্থিতি এমন যে, একাদশ-দ্বাদশ শ্রেণির ৬৫০ শিক্ষক নিয়োগের প্যানেলের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। 

আরও পড়ুন- ‘সংসদ রত্ন’ পুরস্কার পেলেন বাংলার সুকান্ত ও অধীর, কোন কোন বিষয় দেখে এই পুরস্কার দেওয়া হয়?

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি বিস্ময় প্রকাশ করে এসএসসির আইনজীবীর উদ্দেশে বলেন, যেখানে উত্তর সঠিক ছিল, সেখানে উত্তরপত্র হঠাৎ পরিবর্তন হয়ে গেল কী ভাবে? বিচারপতির এই প্রশ্নের উত্তর দিতে পারেনি এসএসসি। আসলে ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির এসএলএসটি-র বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ হয় জুলাই ২০১৮ সালে। ফিলজোফি পোস্ট গ্রাজয়েটের শূন্যপদ ছিল ৬৫০। সেই প্রেক্ষিতে এসএসসি লিখিত পরীক্ষার পর একটি উত্তরপত্র প্রকাশ করে। সেখানে দুটি প্রশ্নের উত্তর সঠিক ছিল। কিন্ত এসএসসি পরবর্তী সময়ে ওই দুটি প্রশ্নের উত্তর বদল করে বলে অভিযোগ। কিন্তু সেই উত্তরপত্রটি তারা প্রকাশ করেনি। পরবর্তীকালে ওএমআর শিট থেকে মামলাকারীরা জানতে পারেন যে তারা সঠিক উত্তর দিয়েছিলেন, তাও তাদের দু’নম্বর দেওয়া হয়নি।