নয়াদিল্লি: আক্রান্তের সংখ্যা দেখতে দেখতে আবার পেরিয়ে গেল ৩ হাজার! দেশের কোভিড পরিস্থিতি ফের একবার বিরাট আতঙ্ক সৃষ্টি করতে শুরু করেছে। বুধবার গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ কোভিড সংক্রমণ হয়েছিল দেশে। ২ হাজার ছাড়িয়ে তা আজ আরও ১ হাজার বেড়ে গিয়েছে। ভারত শুধু নয়, বিশ্বের অন্যান্য কিছু দেশেও করোনা সংক্রমণ বাড়ছে। তাই এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
আরও পড়ুন- ‘সংসদ রত্ন’ পুরস্কার পেলেন বাংলার সুকান্ত ও অধীর, কোন কোন বিষয় দেখে এই পুরস্কার দেওয়া হয়?
শেষ পাওয়া তথ্য অনুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬ জন। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ! এদিকে দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৭৩ শতাংশ। আর ভারতে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০৯। সংক্রমণের পাশাপাশি মৃত্যু নিয়েও চিন্তা বাড়ছে। কারণ একই সময়ের মধ্যে দেশে প্রাণ হারিয়েছেন মোট ৬ জন। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬২। তবে সুস্থতার হার খুব একটা কমে যায়নি এখনও। তা ৯৮ শতাংশের ওপরেই আছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গলাব্যথা কমানোর চিরাচরিত পদ্ধতি ঘরেই রয়েছে! Natural home remedies for sore throat” width=”560″>
তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী নির্দেশিকা দিল? জানান হয়েছে, করোনার টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গেলেও ফের নতুন করে বুস্টার ডোজ নিতে হবে। এমনকি বুস্টার নেওয়া থাকলেও তা পুনরায় নিতে হবে। টিকার ব্যবধান নিয়েও স্পষ্টভাবে জানিয়েছে ‘হু’। নতুন বুস্টার ডোজের ব্যবধান ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হবে।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল– https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন