একদিনে ৪০% সংক্রমণ বাড়ল দেশে, বুস্টার নিয়ে নয়া নির্দেশিকা দিল WHO

একদিনে ৪০% সংক্রমণ বাড়ল দেশে, বুস্টার নিয়ে নয়া নির্দেশিকা দিল WHO

683223f83dd1a85b4ca8db9fb784cab5

নয়াদিল্লি: আক্রান্তের সংখ্যা দেখতে দেখতে আবার পেরিয়ে গেল ৩ হাজার! দেশের কোভিড পরিস্থিতি ফের একবার বিরাট আতঙ্ক সৃষ্টি করতে শুরু করেছে। বুধবার গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ কোভিড সংক্রমণ হয়েছিল দেশে। ২ হাজার ছাড়িয়ে তা আজ আরও ১ হাজার বেড়ে গিয়েছে। ভারত শুধু নয়, বিশ্বের অন্যান্য কিছু দেশেও করোনা সংক্রমণ বাড়ছে। তাই এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। 

আরও পড়ুন- ‘সংসদ রত্ন’ পুরস্কার পেলেন বাংলার সুকান্ত ও অধীর, কোন কোন বিষয় দেখে এই পুরস্কার দেওয়া হয়?

শেষ পাওয়া তথ্য অনুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬ জন। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ! এদিকে দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৭৩ শতাংশ। আর ভারতে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০৯। সংক্রমণের পাশাপাশি মৃত্যু নিয়েও চিন্তা বাড়ছে। কারণ একই সময়ের মধ্যে দেশে প্রাণ হারিয়েছেন মোট ৬ জন। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬২। তবে সুস্থতার হার খুব একটা কমে যায়নি এখনও। তা ৯৮ শতাংশের ওপরেই আছে।