‘অমর্ত্য সেন ও আমাকে টার্গেট করা হচ্ছে’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

বোলপুর:  শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিতর্কে শোরগোল রাজনৈতিক মহলে৷ বেশ কয়েক দিন ধরেই তাঁর পৈতৃক জমি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ শুরু হয়েছে৷ তাঁর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার ঘটনাচক্রে অমর্ত্য সেনের বাড়ির কাছেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ মুখ্যমন্ত্রী৷ এই বিষয়ে অমর্ত্য সেনকে চিঠিও পাঠিয়েছিলেন তিনি৷ তাঁর চিঠির জবাবও দিয়েছেন অমর্ত্য সেন৷  

আরও পড়ুন- দুয়ারে সরকারের পর ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী বলেন, অমর্ত্য সেন বাংলার গর্ব৷ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন৷ যা নিয়ে আমরা আজও গর্ব বোধ করি৷ অর্মত্য সেন থেকে অভিজিৎ বিনায়ক, মাদার টেরেসা, তাঁদের সকলেরই সমাজে একটা ঐতিহ্য আছে৷ সারা বিশ্বের মানুষ তাঁদের চেনেন৷ কে কোন আদর্শ নিয়ে কথা বলবে, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়৷ তবে শুধু তাঁকে টার্গেট করা হয়নি৷ আরও অনেককে টার্গেট করা হয়েছে৷ আমাকেও রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে৷ রবীন্দ্র সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে৷ 

এদিন বহিরাগত ও বাঙালি বিতর্ক নিয়েও প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে৷ এর জবাবে তিনি বলেন, আমরা দেশের লোককে বহিরাগত বলি না৷ আমরা সবাই সব রাজ্যে যেতে পারি৷ আমরা সারা বিশ্বও ঘুরতে পারি৷ কিন্তু বিজেপি বাংলার সংস্কৃতির মেরুদণ্ডটাকেই ভেঙে দিতে চাইছে৷ বাংলার ইতিহাসকে গুঁড়িয়ে দিতে চাইছে৷ রাজনৈতিক মতাদর্শকে নষ্ট করতে চাইছে৷ ওঁরা যে তথ্য দিচ্ছে, আমাদের সংস্কৃতি সেটা নয়৷ সেই জন্যই আমরা মনে করি এটা বহিরাগত চিন্তাধারা৷ বিভিন্ন ভুল তথ্য তুলে ধরে বঙ্গ সংস্কৃতিকে অপমান করার চেষ্টা চলছে৷ বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী৷ বাংলা সম্পর্কে ভুল ব্যাখ্যা মেনে নেওয়া যায় না৷  

আরও পড়ুন- ১০ বছর ধরে রাস্তার কাজ হচ্ছে না! কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার

সেই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধেও একহাত নেন মুখ্যমন্ত্রী৷ তিনি ৬০ নম্বর জাতীয় সড়কের কাজ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি বলেন, কেন্দ্র কেন কাজ করছে না পোস্টার লাগান৷ কেন জাতীয় সড়কের কাজ হচ্ছে না? কাজ না হলে মিছিল করুন, ঘেরাও করুন৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 1 =