বোলপুর: ভোটের আগে মানুষের কাছে পৌঁছতে সরকারের অস্ত্র এখন দুয়ারে সরকার৷ এই অভিযানের সফলতা ঘোষণা করে এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি আনতে চলেছে রাজ্য৷ সোমবার দুপুরে বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে এ কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছোট ছোট কাজ করার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন- নন্দীগ্রাম ভাঙিয়ে বেশিদিন খাওয়া যাবে না! তৃণমূলকে একহাত দিলীপের
তাঁর কথায়, পাড়ায় পাড়ায় বসেই মিশন মোডে সমাধান হয়ে যাবে ছোট ছোট কাজগুলি৷ এর জন্য বড় বড় পরিকাঠামোর প্রয়োজন নেই৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারকে মানুষের দুয়ারে নিয়ে যাওয়া হয়েছে৷ বীরভূমেও সফল দুয়ারে সরকার৷ এবার শুরু হবে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী বছর ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচির জন্য একটি পৃথক টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। ছোট খাটো সব ধরনের কাজ এই প্রকল্পের অন্তর্ভুক্ত বলে জানানো হয়েছে৷ বড় বড় সেতু তৈরির কথা এখানে হবে না৷ ছোট কালভার্ট, পাড়ার শৌচাগার বা অতিরিক্ত ক্লাসরুম তৈরির মতো বিষয়গুলি এই কর্মসূচির মাধ্যমে সমাধান করা হবে৷ নতুন এই কর্মসূচির স্লোগান হতে চলেছে, ‘পাড়ায় পাড়ায় সমাধান, নতুন বছরে নতুন অভিযান৷’’
আরও পড়ুন- করোনার নতুন স্ট্রেনের দাপট, কলকাতা বইমেলা নিয়ে দেখা দিচ্ছে সংশয়
আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই প্রায় ১০ হাজার দরখাস্ত মুখ্যমন্ত্রীর দরবারে জমা পড়েছে৷ দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন আসছে৷ ২ জানুয়ারি সরকারি বিজ্ঞাপন প্রকাশ করা হবে৷ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মিশন মোডে এই কাজ করা হবে৷ দুয়ারে সরকারের মতোই প্রত্যেক ব্যক্তির আবেদন পড়া হবে এবং তা কম্পিউটারে তুলে নেওয়া হবে৷
এদিন ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সঙ্গে জড়িত কর্মরতদেরকেও উৎসাহ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ ‘দুয়ারে সরকার’ এর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি সফল করতেও প্রস্তুত রাজ্য সরকার।