Aajbikel

মমতার সফরের আগেই দিল্লিতে অভিষেক! জরুরি বৈঠকে তৈরি হবে ’২৪-এর রোডম্যাপ

 | 
অভিষেক

কলকাতা: একুশের শহিদ মঞ্চ থেকে ২৪-এর লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লির তখতকে পাখির চোখ করে এখন থেকেই নীলনকশা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি৷ এবার জাতীয় রাজনীতির ঝাঁঝ পরখ করতে দিল্লি যাচ্ছেন তাঁর যোগ্য সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সংসদের দুই কক্ষের সাংসদদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন তিনি৷ এই বৈঠকেই ঠিক হবে দলের আগামী দিনের রণকৌশল৷ 
 

আরও পড়ুন- গুজরাটে মোদীর গড়েও ভাঙন ধরাব, ২১ জুলাইয়ে দাবি অরূপ রায়ের


একুশে জুলাই উদযাপন করেই বুধবার রাতে দিল্লির উদ্দেশে রওনা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ আজই ৭ নং মহাদেব রোডে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের বাসভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কী ভাবে হবে দিল্লি জয়, তার রোডম্যাপ তৈরি করবেন দলের সৈনিকরা৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র, শান্তনু সেনদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ দলনেত্রীর বার্তা অনুযায়ী দিল্লি জয়ের পরিকল্পনা করবেন তাঁরা৷ 
 

বৃহস্পতিবার সকালেই সুখেন্দুশেখরের দিল্লির বাড়িতে উপস্থিত হবেন তৃণমূল সাংসদরা৷ সেখানে মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়েছে৷ দীর্ঘ সময় ধরেই চলবে এই বৈঠক৷ মোদী সরকার যে বিলগুলি আনতে চলেছে তার প্রত্যেকটা খুঁটিয়ে বিশ্লেষ করে ‘অলআউট অ্যাটাকে’ নামার কৌশল নিয়েছে তৃণমূল৷ পাশাপাশি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা এবং টিকা নীতি নিয়ে সরকারের  বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে ঘাসফুল শিবির৷ কী ভাবে হবে এই আক্রমণ, সেই দিশাও দেখাবেন অভিষেক৷ 

আরও পড়ুন- করোনা বিধি উড়িয়ে উলটো রথে ডিজে, বাধা দিতে গিয়ে জখম পুলিশকর্মী, গ্রেফতার ১৪


অভিষেক রণক্ষেত্রের মাটি পরীক্ষার পর ২৬ জুলাই দিল্লি পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী-সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি৷ দিল্লি দখলের লক্ষ্যে মমতার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷    

Around The Web

Trending News

You May like