করোনা বিধি উড়িয়ে উলটো রথে ডিজে, বাধা দিতে গিয়ে জখম পুলিশকর্মী, গ্রেফতার ১৪

করোনা বিধি উড়িয়ে উলটো রথে ডিজে, বাধা দিতে গিয়ে জখম পুলিশকর্মী, গ্রেফতার ১৪

 

ময়না: করোনা বিধি উপেক্ষা করে উল্টো রথে ডিজে বক্স বাজানোর অভিযোগ উঠল একটি ক্লাবের বিরুদ্ধে। আর তা দেখতে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ৷ খবর পেয়ে সমাগম হঠাতে গিয়ে মার খেল পুলিশ৷ গুরুতর জখম হয়েছেন এক পুলিশ কর্মী৷ এরপরই শুরু হয় পাল্টা পুলিশ অভিযান৷  এখনোও পর্ষন্ত ১৪ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার চিরঞ্জীবপুর এলাকায়।

মঙ্গলবার উল্টো রথ উপলক্ষে ময়না থানার চিরঞ্জীবপুর গ্রামের একটি ক্লাব ডিজে বক্স বাজানো প্রতিযোগিতা শুরু করেন। এদিন বিকালে ওই গ্রামের হাজির হয় কয়েক হাজার মানুষের সমাগম হয়। কার্ষত করোনা বিধিকে উপেক্ষা করেই চলে ডিজে বক্স প্রতিযোগিতা। ডিজে বক্সের আওয়াজ অতিষ্ট হয়ে ওঠে এলাকায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে হাজির হয় ময়না থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিৎ জনতা পুলিশ গাড়ি উপর আচমকায় হামলা চালায় বলে অভিযোগ৷ গাড়ি ভাঙচুর ও পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে গুরুত্বর জখম হয় একজন পুলিশ কর্মী। রক্তাক্ত জখম ওই পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয় তমলুক হাসপাতালে৷

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান বলেন, ‘‘ঘটনার একজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। তমলুক হাসপাতালে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এখনও পর্ষন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে তল্লাশি চলছে।’’

এরপরই পরিস্থিতি সামাল দিতে হাজির ময়না থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হতে থাকে। নিয়ন্ত্রণ আনতে নামানো হয় র‍্যাফ। তারপরেই পরিস্থিতি কার্ষত নিয়ন্ত্রণ আসে। রাতভর তল্লাশি চালিয়ে ১৪ জন যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়। জেলা অতিরিক্ত পুলিশ এম এম হাসান বলেন, ‘‘ঘটনার একজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। তমলুক হাসপাতালে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এখনও পর্ষন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে তল্লাশি চলছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =