হাওড়া: গুজরাতে মোদীর গড়েও আমরা ভাঙন ধরাব। আগামী দিনে মমতাকে সারা ভারতবর্ষের নেত্রী হিসেবে দেখতে চাই। ২১ জুলাই শহীদ দিবসে এটাই আমাদের শপথ। বুধবার ২১ জুলাইয়ের শহীদ দিবস পালনের অনুষ্ঠানে দলের কর্মীদের সঙ্গে নিয়ে এমনই শপথ নিলেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার দাপুটে তৃণমূল নেতা অরূপ রায়৷
এদিন অরূপ রায় বলেন, ‘‘বিজেপি দেশকে ভাগ করতে চাইছে, দেশের মানুষের উপর অত্যাচার করছে। দেশের মানুষের স্বাধীনতা গণতন্ত্র তাদের অধিকার কেড়ে নিচ্ছে। বিজেপিকে আমরা ভারতবর্ষ থেকে উৎখাত করে আমাদের জননেত্রী মমতা বন্দোপাধ্যায়কে সারা ভারতবর্ষের নেত্রী হিসেবে দেখতে চাই। মোদীর গড়েও আমরা বিজেপিতে ভাঙন ধরাব। এটাই আমাদের কর্মীদের আজকের শপথ।’’
একই সঙ্গে ৩ থেকে ৭৭ বিধায়কে পৌঁছানো বিজেপিকে তৃণমূল বাংলায় ‘কোনও দল বলেই মনে করে না’ বলেও বিস্ফোরক দাবি করেছেন অরূপ৷ মন্ত্রীর ব্যাখ্যা, ‘‘আমাদের যারা বিরোধী ছিল একসময়, সেই সিপিএমের সমর্থনে বিজেপি কিছু ভোট পেয়েছে। ভবিষ্যতে এরা নির্মূল হয়ে যাবে। এই বাংলায় বিজেপির মতো একটা উচ্ছৃঙ্খল দলকে আমরা কোনও গুরুত্ব দিতে চাই না। এদের আমরা অগ্রাহ্য করি। আমাদের লক্ষ্য এখন ২০২৪।’’