সম্পত্তির হিসাব দেন না খোদ ইডি কর্তা! আক্রমণ অভিষেকের

সম্পত্তির হিসাব দেন না খোদ ইডি কর্তা! আক্রমণ অভিষেকের

fc4907f81407cc8395f40eae9368c16f

কলকাতা: বাংলায় কয়লা কাণ্ডের তদন্ত করছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে। তাৎপর্যপূর্ণ ভাবে দুজনকে দুটি আলাদা দিনে তলব করা হয়েছে দিল্লিতে। যদিও ইতিমধ্যে অভিষেক পত্নী জানিয়ে দিয়েছেন যে তিনি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখন সন্তান নিয়ে দিল্লি যেতে পারবেন না। তবে এই জিজ্ঞাসাবাদ ইস্যুতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে খোদ ইডি কর্তা নিজেই সম্পত্তির হিসাব দেন না।

আরও পড়ুন- জইশ জঙ্গিরা মুক্ত কাবুলে, প্রশিক্ষণে মাসুদ! ভারতে হামলার ছক

আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর সঞ্জয় মিশ্রের বিরুদ্ধে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিশিষ্ট সমাজকর্মী সাকেত গোখেল একটি টুইট করেন। সেই টুইট রি-টুইট করে আক্রমণ করেছেন অভিষেক। অভিযোগ উঠছে যে, গত তিন বছর ধরে সঞ্জয় মিশ্র সম্পত্তির হিসাব দেননি। যদিও নিয়ম অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারীদের প্রতি বছর নিজের সম্পত্তির হিসাব দিতে হয় কিন্তু বিগত তিন বছর ধরে তিনি কোনো সম্পত্তির হিসাব দেননি বলে দাবি করছেন সাকেত এবং অভিষেক। এই বিষয়ে টুইট করে সাকেত লিখেছেন, “অত্যাশ্চর্য! প্রত্যেক সরকারী কর্মচারীকে প্রতি বছর তাদের সম্পত্তির হিসাব দিতে হয় কিন্তু ইডি ডিরেক্টর ২০১৭ সাল থেকে এই হিসাব দেননি। এদিকে তিনি অবসর নিয়েছেন ২০২০ সালে। তাহলে এনাকে নিয়ে তদন্ত কে করবে? আমরা করব?” এই টুইট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ট্যাগ করেন তিনি।

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

১ সেপ্টেম্বর হাজিরার জন্য ডাকা হয়েছে রুজিরাকে এবং ৬ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি কয়লা কাণ্ডের তদন্তের প্রেক্ষিতে তিন আইপিএস অফিসারকেও তলব করা হয়েছে বলে খবর। তাদের তিনজনকে আবার ৮, ৯, ১০ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে। যে তিনজন আইপিএস অফিসারকে ডাকা হয়েছে তারা হলেন, সেলভা মুরুগান, শ্যাম সিং এবং জ্ঞানবন্ত সিং। এর আগে এই কয়লা কান্ডের তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *