জইশ জঙ্গিরা মুক্ত কাবুলে, প্রশিক্ষণে মাসুদ! ভারতে হামলার ছক

জইশ জঙ্গিরা মুক্ত কাবুলে, প্রশিক্ষণে মাসুদ! ভারতে হামলার ছক

নয়াদিল্লি: কাবুলের জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছে বেশ কয়েকজন জইশ জঙ্গি এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে মাসুদ আজহার! সম্প্রতি এমন তথ্য হাতে পেয়েছে ভারত এবং এই তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মনে করা হচ্ছে, জম্মু-কাশ্মীর সহ ভারতের একাধিক রাজ্যে হামলার ছক কষছে জইশ-ই-মহম্মদ! গোয়েন্দা সূত্রের খবর, মাসুদ আজহার তাদের সকলকে ট্রেনিং দিচ্ছে। 

আরও পড়ুন-অনলাইনে প্রতারণার ফাঁদে ছাত্র, ৮১ হাজার টাকা খুইয়ে অসহায় পরিবার

ইতিমধ্যে জানা গিয়েছে যে আফগানিস্তান দখল করে নেওয়ার পর তালিবান বহু জঙ্গিদের মুক্ত করেছে যারা সেখানে জেলবন্দি ছিল। এক কথায় আফগানিস্তান এখন জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তাদেরকে কার্যত সব রকম ভাবে সাহায্য করছে পাকিস্তান। এই প্রকৃতি ভারতের গোয়েন্দাদের কাছে খবর এসেছে যে, প্রায় ১০০ জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে খোদ মাসুদ আজহার। কী ভাবে এবং কোন পথে ভারতে ঢুকতে হবে, কোন দিক দিয়ে গেলে কাশ্মীরে ঢোকা সহজ হবে এই সব রকম তথ্য জঙ্গিদের দিচ্ছে জইশ। ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমনই তথ্য হাতে পেয়েছে বলে রিপোর্ট। একই সঙ্গে জানা গিয়েছে, গত সপ্তাহে মাসুদ আজহার জঙ্গিদের নিয়ে আলোচনায় বসে ছিল এবং সেই বৈঠকেই ভারতের বিরুদ্ধে আক্রমণ করার পরিকল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই তালিবানের তরফে স্পষ্ট করা হয়েছে যে পাকিস্তান তাদের জন্ম দিয়েছে তাই সেটাই তাদের দ্বিতীয় দেশ। তাই এখন এই খবর সামনে আসার ভারতের চিন্তার ভাঁজ আরো বেড়েছে কারণ জঙ্গিরা তালিবানের সমর্থন তো পাচ্ছেই, অন্যদিকে পাকিস্তানও তাদের পুরোপুরি সমর্থন করবে বলে অনুমান। 

আরও পড়ুন- আম আদমি পার্টিতে সোনু? নতুন ভূমিকায় জল্পনা বাড়ালেন অভিনেতা

এদিকে আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পাল্টা দিয়েছে তালিবান। দাবি করেছে যে, আফগানিস্তানের তালিবান সরকার দীর্ঘ সময়ের জন্যই হবে এবং তা সফল হবে। এই মন্তব্য করে কার্যত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তালিবান তা বলাই বাহুল্য। সেই সঙ্গে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তালিবান বলেছে, ভারত আফগানিস্তান ইস্যুতে নাক গলানোর চেষ্টা না করে! এর আগেই তালিবান ভারত-আফগানিস্তানের বাণিজ্যিক পথ বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি কাশ্মীর ইস্যু নিয়ে নিরপেক্ষ অবস্থান নিলেও সরাসরি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্বীকার করেছে তারা। তাই আদতে তালিবান কাকে সমর্থন করছে সেটা বোঝা এতটাও কঠিন নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − thirteen =