কলকাতা: আজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর আজকেই তৃণমূল কংগ্রেস সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল এনফর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তবে শুধু তাঁকে নয়, তাঁর স্ত্রী রুজিরা নারুলাকেও নোটিশ পাঠিয়ে নয়াদিল্লিতে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। অবশ্যই এই ঘটনা আবারো কেন্দ্র-রাজ্য সংঘাত সৃষ্টি করবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র
জানা গিয়েছে, দুজনকে নয়াদিল্লিতে তলব করা হলেও তাৎপর্যপূর্ণভাবে অভিষেক এবং রুজিরাকে আলাদা আলাদা দিনে ডেকে পাঠানো হয়েছে। ১ সেপ্টেম্বর হাজিরার জন্য ডাকা হয়েছে রুজিরাকে এবং ৬ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি কয়লা কাণ্ডের তদন্তের প্রেক্ষিতে তিন আইপিএস অফিসারকেও তলব করা হয়েছে বলে খবর। তাদের তিনজনকে আবার ৮, ৯, ১০ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে। যে তিনজন আইপিএস অফিসারকে ডাকা হয়েছে তারা হলেন, সেলভা মুরুগান, শ্যাম সিং এবং জ্ঞানবন্ত সিং। এর আগে এই কয়লা কান্ডের তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। বাংলার বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহুর্তে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ব্যাপকভাবে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক এবং তাঁর স্ত্রীর উদ্দেশ্যে। বিদেশি টাকা পাচার সহ কয়লা-গরু পাচার কাণ্ডে জড়িত থাকা, এইসব নিয়েই তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি। ভোট মিটে গিয়েছে এবং বিজেপি নির্বাচনে হেরে গিয়েছে ঠিকই, কিন্তু এখনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের তৎপরতা এতটুকু কমেনি।
আরও পড়ুন- জইশ জঙ্গিরা মুক্ত কাবুলে, প্রশিক্ষণে মাসুদ! ভারতে হামলার ছক
নির্বাচনী আবহে এই ঘটনার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক সহ গোটা তৃণমূল কংগ্রেস আক্রমণ করে বিজেপি সরকারকে। ভয় দেখিয়ে নির্বাচন শিখতে চাইছে বলে দাবি করা হয়। অন্যদিকে আবার নির্বাচনের ফল প্রকাশের পর যখন তৃণমূল কংগ্রেস সরকার গঠন করছে ঠিক সেই আবহে গ্রেফতার করা হয় রাজ্যের মন্ত্রীদের। সেই নিয়ে তোলপাড় হয় রাজ্য এবং জাতীয় রাজনীতি। এখন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে দিল্লিতে তলবের ঘটনায় বাংলায় কতটা রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় সেটাই দেখার।