দিল্লিতে মোদী মোকাবিলায় মমতাই মুখ! টুইটারে ট্রেন্ডিং #AbkiBaarDidiSarkar

দিল্লিতে মোদী মোকাবিলায় মমতাই মুখ! টুইটারে ট্রেন্ডিং #AbkiBaarDidiSarkar

কলকাতা:  তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নজরে ‘মিশন দিল্লি’৷ তাঁর দিল্লি রওনা হওয়ার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দুটি নয়া হ্যাশট্যাগ #AbkiBaarDidiSarkar এবং #BengalModel৷ টুইটারে এই দুটি হ্যাশট্যাগ শুরু করেছে তৃণমূল৷ যা এখন ভাইরাল৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষেপটে এই হ্যাশট্যাগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা৷ 

আরও পড়ুন- তৃণমূলের সঙ্গে জোট করবে সিপিএম? বিমানের কথায় বড় ইঙ্গিত

এদিন নবান্ন থেকে ফোনে আড়ি পাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করার পরেই দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর মাঝেই ট্রেন্ডিং হয়ে ওঠে #AbkiBaarDidiSarkar এবং #BengalModel প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিজেপি’র স্লোগান ছিল  “বহত হুই জনতা পর পেট্রল-ডিজেলকে মার/ আব কি বার মোদী সরকার।”  সেই অনুকরণেই তৈরি হয়েছে তৃণমূলের ‘আব কি বার দিদি সরকার৷’ নয়া হ্যাশট্যাগের সঙ্গে একটি পোস্টারও দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে, ‘নেহি চাহিয়ে ফেকু সরকার’৷  অন্যদিকে ২০২৪-এর লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ‘Bengal Model’।

বিধানসভা ভোটে বিজেপি’কে পরাস্ত করার পর তৃণমূলের লক্ষ্য ২০২৪-এর লোকসভা৷ দিল্লি গিয়ে বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো৷ তৈরি হবে দিল্লি দখলের নীল নকশা৷ অনেকেই মনে করছেন ২০২৪-এ মোদী বিরোধী প্রধান মুখ হয়ে উঠে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ 

আরও পড়ুন- রাতের কলকাতায় নাকা চেকিং, কুণাল ঘোষের গাড়ি আটকাল পুলিশ

একুশের শহিদ মঞ্চ থেকেই দিল্লিতে বিজেপি বিরোধী লড়াইয়ের ডাক দিয়েছিলেন মমতা৷ অন্যদিকে ইতিমধ্যেই শরদ পাওয়ার, রাহুল গান্ধী সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভোট কুশলী পিকে৷ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন দিল্লিতে৷ ফলে পিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ অনেকটাই প্রস্তুত করে রেখেছেন৷ চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এবার বার্তা দেবেন মমতা৷ আসল মাস্টারস্ট্রোক দেবেন তিনিই৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =