তৃণমূলের সঙ্গে জোট করবে সিপিএম? বিমানের কথায় বড় ইঙ্গিত

তৃণমূলের সঙ্গে জোট করবে সিপিএম? বিমানের কথায় বড় ইঙ্গিত

caab3d298304cc28c9ec4dc10eb6db67

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একটিও আসন জিততে পারেনি সিপিএম। শুধু সিপিএম বলা ভুল হবে, জোট দলগুলির একটিও কোন আসন পায়নি নির্বাচনে। শত্রু চিনতে ভুল করার কথা এখন মনে হচ্ছে তাদের। তাই আগামী দিনে যাতে একই ভুল না হয় তার প্রেক্ষিতে এখন থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টায় বাম শিবির। এই প্রেক্ষিতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তার মন্তব্যে কৌতূহল জন্মালো যে ভবিষ্যতে হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে সিপিএম! 

বিমান বসু জানান, বিজেপি ছাড়া অন্য যে কোনও দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা! বিজেপি বিরোধী সব শক্তির সঙ্গে তাদের কাজ করতে কোন সমস্যা নেই বলে দাবি করেন তিনি। বিমান বসুর এই মন্তব্যেই ব্যাপকভাবে কৌতূহল সৃষ্টি হয়েছে যে আগামী দিনে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে সিপিএম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির সমান আসনে বসিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে তারা, তার ফল যে একদম ভালো হয়নি তা আলাদা করে বোঝানোর দরকার পড়ে না। সেই ফল থেকেই এখন আগামী দিনের শিক্ষা নিতে চাইছে বামফ্রন্ট শিবির। তাই অবশ্য ভাবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। রবিবার তমলুকে সিপিএম নেতা নির্মল জানার স্মরণ সভায় উপস্থিত থেকে জোট প্রসঙ্গে এই মন্তব্য করেছেন বিমান বসু।

আরও পড়ুন- তৈরি ‘পিচ’, আজ দিল্লিতে পা রেখে মাস্টারস্ট্রোক দেবেন মমতা

আসলে বাংলার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেকে কার্যত বিজেপি বিরোধী মুখ হিসেবে প্রমাণ করে দিয়েছেন। এখন আগামী লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত বিরোধী দলগুলোকে বিজেপির বিরুদ্ধে এক জায়গায় আনার কাজ তিনি সামনে থেকে করছেন। তাই এখন বিমান বসুর এই মন্তব্য থেকে পরিষ্কার যে আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলান তিনি তাহলে অবাক হবার মত কিছু থাকবে না। বিধানসভা ভোটের আবহে বিজেপি এবং তৃণমূলকে একই জায়গায় রেখে আক্রমণ করা যে মোটেই ঠিক হয়নি তা প্রথম থেকে আন্দাজ পাওয়া গেলেও ফলাফলের পর তা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তাই এখন আগামী লোকসভা নির্বাচনের আগে নিজেদের মাটি শক্ত করার কাজ শুরু করে দিতে চাইছে বামফ্রন্ট শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *