তৈরি ‘পিচ’, আজ দিল্লিতে পা রেখে মাস্টারস্ট্রোক দেবেন মমতা

তৈরি ‘পিচ’, আজ দিল্লিতে পা রেখে মাস্টারস্ট্রোক দেবেন মমতা

কলকাতা: তৃতীয়বার নবান্ন দখলের পর আজ প্রথম দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দিল্লি পৌঁছনোর আগেই জাতীয় রাজনীতিতে পিচ তৈরি করে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর৷ সেই পিচেই এবার আসল খেলাটা খেলবেন দলনেত্রী৷ বাংলায় বিজেপি’র স্বপ্নভঙ্গের পর তাঁর লক্ষ্য দিল্লির মসনদ৷ ২০২৪-এর লক্ষ্যে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে তৃমমূল৷ বাংলায় বিজেপি’কে হারিয়ে তৃতীয়বার ক্ষমতা দখলের পর জাতীয় রাজনীতিতেও ক্রমশ মোদী বিরোধী প্রধান মুখ হয়ে উঠছেন মমতা৷ এই পরিস্থিতিতে একুশের মঞ্চ থেকে বিরোধী দলের নেতাদের খোলা বার্তা দিয়ে আজ দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷ 

আরও পড়ুন- শুভেন্দু গড়ে নামল ‘অভিষেক সোলজার’, বাড়ছে রাজনীতির উত্তাপ

২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে শরদ পাওয়ার, পি চিদাম্বরমকে এখন থেকেই প্রস্তুত হওয়ার ডাক দিয়েছিলেন তিনি৷ দিয়েছিলেন জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক৷ অন্যদিকে পেগাসাস ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই সমর্থন জানানো হয়েছে৷ এই বার্তার নেপথ্যে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর সুকৌশল বার্তা দেখছে রাজনৈতিক মহল৷ কংগ্রেসের তরফে যে সুর বেঁধে দেওয়া হয়েছে, তাতে দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন বলেও মনে করা হচ্ছে৷ পাশাপাশি এনসিপি, আম আদমি পার্টি সহ বিভিন্ন দলের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর৷ 

আরও পড়ুন- শ্বশুরের লালসার শিকার বধূ, শ্রীঘরে স্বামী

এদিকে, দিল্লি যাওয়ার আগে তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন মমতা৷ ফলে দিল্লি গিয়ে দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি৷ আপাতত পেগাসাস ও কৃষি বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা৷ ফলে সংসদে তৃণমূল সাংসদরা কী ভূমিকা পালন করবেন, সেই রূপরেখাও তৈরি করে দিতে পারেন তিনি৷ ২৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী৷ মূলত টিকা নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে৷ উঠে আসতে পারে রাজ্যপালের বিষয়টিও৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + one =