রাতের কলকাতায় নাকা চেকিং, কুণাল ঘোষের গাড়ি আটকাল পুলিশ

রাতের কলকাতায় নাকা চেকিং, কুণাল ঘোষের গাড়ি আটকাল পুলিশ

কলকাতা:  রাতের কলকাতায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গাড়ি আটাকাল পুলিশ৷ করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে জারি রয়েছে রাত্রিকালীন বিধিনিষেধ৷ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ শহরজুড়ে নজরদারি চালাচ্ছে পুলিশ৷ পার্ক স্ট্রিট থেকে শুরু করে শেক্সপিয়র সরণি, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং৷ এরই মাঝে পার্ক স্ট্রিট থেকে মল্লিকবাজার যাওয়ার পথে লাউডন স্ট্রিট- পার্ক স্ট্রিট ক্রসিংয়ে তৃণমূল মুখপাত্রের গাড়ি আটকায় পুলিশ৷  

আরও পড়ুন- আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যে, নবান্নে ঘোষণা মমতার

যদিও এই বিষয় নিয়ে একেবারেই অসন্তুষ্ট নন কুণাল৷ তিনি বলেন, আমি চাইলে পরিচয় দিতে পারতাম৷ কিংবা পাশ কাটিয়ে অন্য পথে চলে যেতে পারতাম৷ কিন্তু সেটা করিনি৷ পুলিশ ভালো কাজ করছে৷ কুণাল জানান, ‘‘একটি কাজের জন্য অফিসে গিয়েছিলাম৷ আমি এদিন নিজের পরিচয় না দিয়ে সাধারণ মানুষের মতোই দাঁড়িয়ে পড়ি৷ পুলিশ সঠিক কাজ করেছে৷ সকলকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি৷’’ সেই সঙ্গে তৃণমূলের মুখপাত্র জানান, গতকাল প্রয়োজনেই বেড়িয়েছিলেন তিনি৷ তবে সব গাড়ি প্রয়োজনে বেড়িয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷ গাড়ি থামিয়ে কাগজপত্র দেখা হচ্ছে৷ কেন তারা বেরিয়েছে, তা জানতে চাওয়া হচ্ছে৷ গড়মিল দেখলেই ব্যবস্থা করা হচ্ছে৷ পুলিশ ভালো কাজ করছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *