কলকাতা: বিধানসভায় আজ ঘটে গিয়েছে বিরাট ঘটনা। অধ্যক্ষের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা৷ এই ঘটনায় ইতিমধ্যেই বিরোধী দলনেতা সহ মোট পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে৷ তৃণমূল নিশানা করেছে বিজেপিকেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘গুণ্ডাবাজ’ বলতেও ছাড়েননি ফিরহাদ হাকিম। গোটা ঘটনা সম্পর্কে পাহাড় থেকে ফোনে খোঁজ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি বিধানসভার ঘটনায় এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন- বিধানসভায় হট্টগোল! পাহাড় থেকে ফোনে খোঁজ নিলেন মমতা
সূত্রের খবর, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ধুন্ধুমার কাণ্ডের খোঁজ নেওয়ার পর তিনি ফিরহাদ হাকিমকে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে পাহাড় সফরে রয়েছেন মমতা। সেখান থেকেই গোটা ঘটনা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। ফোনে কথা বলেন ফিরহাদ হাকিম এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপরেই এই নির্দেশ তিনি দেন বলে খবর। সেই নির্দেশ মেনেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
এদিন বিধানসভায় রামপুরহাট কাণ্ড নিয়ে আওয়াজ তোলে বিজেপি। সেই থেকেই ঝামেলার সূত্রপাত। তৃণমূল বিধায়কদের সঙ্গে প্রথম বচসা তারপর একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি বিধায়করা। আজকের এই ঘটনায় শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং নরহরি মাহাতোকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির দাবি, সাদা পোশাকের পুলিশ ঢুকিয়ে বিধানসভায় মারধর করা হয়েছে বিজেপির বিধায়কদের। এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কলকাতা পুলিশের কর্মীদের সাদা পোশাকে বিধানসভার ভেতরে ঢোকানো হয়। তারপর পরিকল্পনা করে বিজেপি বিধায়কদের ওপর হামলা চালানো হয়।
আরও পড়ুন- বগটুই-কাণ্ডে উত্তাল বিধানসভা, বিধায়কদের হাতাহাতি, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শুভেন্দুর
যদিও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দায়ি করেছেন বিজেপিকেই। তাঁর নিশানায় রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদ জানান, এর আগেও অনেক বিরোধী দলনেতা দেখেছে বিধানসভা, এক সময় পার্থ চট্টোপাধ্যায় ছিলেন এই পদে। তথ্য দিয়ে সরকারের সমালোচনা করতেন তিনি। কিন্তু আজ যা ঘটল তা ন্যক্কারজনক। এই রকম গুণ্ডাবাজি করা বিরোধী দলনেতা তিনি দেখেননি বলেই দাবি করেছেন ফিরহাদ ববি হাকিম। তাঁর আরও বক্তব্য, এইভাবে অরাজকতা সৃষ্টিকারি নেতাও দেখেননি তিনি এর আগে।