বিধানসভায় হট্টগোল! পাহাড় থেকে ফোনে খোঁজ নিলেন মমতা

বিধানসভায় হট্টগোল! পাহাড় থেকে ফোনে খোঁজ নিলেন মমতা

কলকাতা: তিন দিনের পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে থাকাকালীন বিধানসভায় আজ ঘটে গিয়েছে বিরাট ঘটনা। অধ্যক্ষের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা৷ এই ঘটনায় ইতিমধ্যেই বিরোধী দলনেতা সহ মোট পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে৷ উত্তেজক এই ঘটনা প্রসঙ্গে জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিলেন। জানা গিয়েছে, ফোন করে এই ঘটনা সম্পর্কে জেনেছেন তিনি।

আরও পড়ুন- বগটুই-কাণ্ডে উত্তাল বিধানসভা, বিধায়কদের হাতাহাতি, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

আজকের এই ঘটনায় শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং নরহরি মাহাতোকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিধানসভার গন্ডগোল নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা ঘটনা সম্পর্কে তাঁদের কাছে জানতে চেয়েছেন। বিস্তারিত তারা তাঁকে সব জানিয়েছে বলে সূত্রের খবর। আসলে আজ বগটুই-কাণ্ড নিয়ে উত্তাল হয় বিধানসভা। আজ বিধানসভা অধিবেশনের শেষ দিন ছিল। তবে এদিন এই উত্তেজনা ছড়ানোয় বিধানসভা মুলতবি করা হয়। পরে কবে আবার বিধানসভা অধিবেশন ডাকা হবে তা ঠিক করবেন অধ্যক্ষ। 

 

যদিও এই ইস্যুতে বিস্ফোরক দাবি করা হচ্ছে বিজেপির তরফে। তাদের অভিযোগ, সাদা পোশাকের পুলিশ ঢুকিয়ে বিধানসভায় মারধর করা হয়েছে বিজেপির বিধায়কদের। এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কলকাতা পুলিশের কর্মীদের সাদা পোশাকে বিধানসভার ভেতরে ঢোকানো হয়। তারপর পরিকল্পনা করে বিজেপি বিধায়কদের ওপর হামলা চালানো হয়। পুলিশের হামলার পাশাপাশি শাসক দলের বিধায়করা তাদের মারধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =