কলকাতা: নাম রেয়াংশ দাস৷ বয়স মাত্র ১০৷ এই বয়সের ছেলেরা যখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা ছবি আঁকা নিয়ে ব্যস্ত, তখন রেয়াংশ লিখে ফেলল আস্ত একটা বই৷ তাও কোনও কল্প কাহিনীর গল্প নয়৷ দু’মসাটে বন্দি করল জ্যোতির্বিজ্ঞানের গভীর চর্চা৷ যা দেখে হতবাক জ্যোতির্বিজ্ঞনীরাও৷ রেয়াংশের লেখা বইটির নাম ‘দ্য ইউনিভার্স পাস্ট প্রেজেন্ট, দ্য ফিউটার’৷ দশ বছরের খুদের এই কীর্তিতে হতবাক শহর কলকাতা৷
আরও পড়ুন- পড়ুয়া বিক্ষোভে উত্তাল রাজ্য, পর্ষদ সভাপতিকে তলব নবান্নে
রেয়াংশ দক্ষিণ কলকাতার গড়িয়ার বাসিন্দা৷ বয়সে ছোট হলেও তাঁর জ্ঞানের গভীরতা অপরিসীম৷ এই বয়সেই তাঁর চর্চার বিষয় বিগ ব্যাং তত্ত্ব, সময় প্রসারণ তত্ত্ব৷ তারাদের জগতে তাঁর অসীম বিচরণ৷ সৌর জগত, ডার্ক এনার্জি থেকে শুরু করে আইনস্টাইন-নিউটন এর চিন্তাগত পার্থক্য-সহ বহু বিষয় নিয়ে রেয়াংশের কৌতুহলী মনের নানা চিন্তা উঠে এসেছে৷ ছোট থেকেই আকাশের রহস্য ভেদের নেশায় বুঁদ রেয়াংশ৷ মাত্র পাঁচ বছর বয়স থেকেই জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা শুরু তাঁর৷ রেয়াংশের কথায়, ‘‘তারা ভরা আকাশ দেখে আমার মনে প্রশ্ন জাগত, এই আলোর বিন্দুগুলি আসলে কী? আমি ওদের মাঝে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি?” এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বহু বই পড়ে ফেলেছে সে। তিন বছর ধরে নানা বই পড়ার সঙ্গে সঙ্গে দেখেছে নানা প্রাসঙ্গিক ভিডিও। সাত বছর বয়সেই বই লেখার সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলে রেয়াংশ৷
আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারের কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, উত্তপ্ত কাটোয়া
রেয়াংশের মা সোহিনী রাউত বলেন, ছোট থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ ওর৷ ৫ বছর বয়স থেকে আকাশ নিয়ে চর্চা শুরু৷ বিশিষ্ট পদার্থবিদদের সঙ্গে কথা বলে অবলীলায়৷ আলোচনা করে জটিল তত্ত্ব নিয়ে৷ রেয়াংশের বই নিয়ে উচ্ছ্বসিত পাঠকরা৷ আর রেয়াংশ অপেক্ষায় দ্বিতীয় বইয়ের জন্য৷