কেন্দ্রীয় সরকারের কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, উত্তপ্ত কাটোয়া

কেন্দ্রীয় সরকারের কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, উত্তপ্ত কাটোয়া

কাটোয়া:  লকডাউনে রুজি রোজগারে টান পড়েছে বহু মানুষের৷ আর সেই সুযোগেই কেন্দ্রীয় সরকারের কাজ পাইয়ে দেওয়ার নামে চলল প্রতারণা৷ কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের নাম ও সরকারি লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কাটোয়ায়৷ প্রায় ৭০০ জন মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে৷ ১২০০ টাকা থেকে ২৫,০০০ টাকা নেওয়া হয়েছিল তাঁদের কাছ থেকে৷ কিন্তু কাজ না পেয়ে তাঁদের ধৈর্যের বাঁধ ভাঙে৷ শনিবার কাটোয়া থানার সামনে বিক্ষোভ দেখান প্রতারিতরা৷ ৩ অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷   

আরও পড়ুন- মমতা-অভিষেকের সঙ্গে ‘কেষ্ট’কেও তারকা প্রচারক হিসাবে চায় ত্রিপুরা তৃণমূল

জানা গিয়েছে কৌশল বিকাশ কেন্দ্র নামে একটি সংস্থা চাকরির দেওয়ার নাম করে প্রতারণার ব্যবসা ফেঁদেছিল৷ কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রালয়ের নাম ও সরকারি লোগো ব্যবহার করে প্রতারণা শুরু হয়৷ লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে৷ প্রতারিত মহিলারা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রকের  নাম ভাঙিয়ে হস্ত শিল্প থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম করে ১২০০ টাকা থেকে ২৫০০ টাকা তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছিল৷ বলা হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কাজ পাইয়ে দেওয়া হবে৷ কেন্দ্রীয় সরকারের মাধ্যমে তাঁদের কাজ আসবে৷ সেই কাজ কেন্দ্রীয় সরকারই কিনে নেবে৷ লকডাউনের সময় এমন সুযোগ পেয়ে প্রচুর মহিলা আশার আলো দেখেছিল৷ নিজেদের কষ্টার্জিত অর্থ দিতেও তাঁরা সঙ্কোচ করেনি৷ এই ভাবেই তাঁর প্রতারণার ফাঁদে পা দিয়ে দেয়৷ এমনকী নাম রেজিস্ট্রেশনও করেন৷

আরও পড়ুন- ডোম পদে আবেদন ইঞ্জিনিয়রদের, প্রতি বছর বেঙ্গল সামিটের পর চাকরি কোথায়? প্রশ্ন দিলীপের

কিন্তু তাঁরা প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই  দুই মহিলা সহ সংস্থার তিন কর্ণধারকে তাঁরা ঘেরাও করা হয়৷ পরে পুলিশ এসে তাঁদের নিয়ে যায়৷ এর পর ওই মহিলারা থানার সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান৷ এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছেন বলেও দাবি করা হয়েছে৷ কী ভাবে কেন্দ্রীয় সরকারের লোগো ব্যবহার করা হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷  অভিযুক্তদের জেরা করা হচ্ছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =