নববর্ষ ধামাকা, এবার যে কোনও নেটওয়ার্কে ফের ফ্রি কল জিও-র

নববর্ষ ধামাকা, এবার যে কোনও নেটওয়ার্কে ফের ফ্রি কল জিও-র

imagesmissing

নয়াদিল্লি: নতুন বছরে গ্রাহকদের জন্য নতুন উপহার আনতে চলেছে রিলায়েন্স জিও৷  তার গ্রাহকদের একটি বড় উপহার দিয়েছে। আরও একবার  ১ জানুয়ারি থেকে ডমেস্টিক কল সম্পূর্ণ ফ্রি করার কথা ঘোষণা করেছে আম্বানির সংস্থা৷ 

জিও-র তরফে বলা হয়েছে, ১ জানুয়ারির পর থেকে ইন্টারকানেক্ট ইউজ চার্জ (IUC ) লাগবে না৷  এর আগে এই কলগুলি ফ্রি ছিল কিন্তু IUC চার্জের জন্য ফোন কল ব্যয়বহুল হয়ে উঠেছিল। কিন্তু ১ জানুয়ারি থেকে ফের জিওর ডমেস্টিক ভয়েস কলগুলি সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে। এই বিষয়ে ঘোষণা করার পরেই পড়তে শুরু করেছে এয়ারটেলের শেয়ার৷ 

আরও পড়ুন- সুখবর! আরও বাড়ল আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা

জিও-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “সংস্থা প্রতিশ্রুতি দিয়েছিল, যখনই IUC চার্জ শেষ হবে, তখনই অবিলম্বে ডমেস্টিক ভয়েস কল চার্জও বন্ধ করে দেওয়া হবে৷  এই প্রতিশ্রুতি রাখতেই ১ জানুয়ারি থেকে ঘরোয়া ভয়েস কল ফ্রি করার কথা ঘোষণা করেছে জিও৷’’ 

এর ফলে কী লাভ হবে? রিলায়েন্স জিও-র এই সিদ্ধান্তের পর ১ জানুয়ারি থেকে সারাদেশে যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে৷ এর জন্য কোনও মূল্য দিতে হবে না। বর্তমানে IUC-র কারণেই গ্রাহকদের এই চার্জ দিতে হচ্ছিল৷ 

আরও পড়ুন- ব্যাংকের থেকেও বেশি রিটার্ন পেতে চান? সুযোগ দিচ্ছে পোস্ট অফিস!

২০১৯ সালের সেপ্টেম্বরে, টেলিকম নিয়ন্ত্রক ট্রাই মোবাইল থেকে মোবাইল কল করার IUC-র সময়সীমা ২০২০-র জানুয়ারি থেকে বাড়িয়ে ২০২০-র ডিসেম্বর পর্যন্ত করে দেয়৷ যার জেরে জিও তার গ্রাহকদের কাছ থেকে চার্জ নেওয়া শুরু করে। সেই সময় সংস্থার তরফে বলা হয়েছিল যে, টেলিকম নিয়ন্ত্রক যখন এই চার্জ বন্ধ করে দেবে, তখন তারাও গ্রাহকদের কাছ থেকে চার্জ নেওয়া বন্ধ করবে৷ সেই কথাই রাখল জিও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *